শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


এক রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তর প্রদেশের আমরোহা এলাকা উত্তাল। অভিযোগ চিকিৎসায় গাফিলতির জেরে ওই রোগীর মৃত্যু হয়েছে। পরিবারের মূল অভিযোগ, রোগীর যখন অস্ত্রোপচার করা হয়, সে সময় তাঁর পেটে গজ কাপড়ের টুকরো থেকে গিয়েছিল। সেই থেকেই সমস্যার উৎপত্তি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি মাসখানেক আগের। বছর ৩৫-এর এক মহিলাকে জরায়ুতে সমস্যার কারণে উত্তরপ্রদেশের আমরোহার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের শেষে রোগীর পেটে ভুলবশত গজ কাপড়ের টুকরো থেকে যায়। সেই অবস্থায় সেলাই করে দেন চিকিৎসক।
আরও পড়ুন:

জোশীমঠে একাধিক কুণ্ড স্রেফ উধাও! এতেও বিপদ মনে করছেন বাসিন্দারা, ফাটল চিহ্নিত ৮৬৩টি বাড়িতে

হৃষ্টপুষ্ট সন্তান চাই? শীতকালে অন্তঃসত্ত্বা মায়েরা অবশ্যই এই ৫টি খাবার ডায়েটে রাখুন?

প্রথমে কোনও সমস্যা হয়নি। কন্তু কিছু দিন পর থেকেই তাঁর আবার যন্ত্রণা হতে শুরু করে। স্ত্রীকে নিয়ে তাঁর স্বামী অন্য একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই মহিলার স্ক্যান করা হয়। সেই রিপোর্টে জানা যায়, অস্ত্রোপচারের সময় মহিলার পেটে গজের টুকরো থেকে গিয়েছে। ফলে আবার অস্ত্রোপচার করা ছাড়া অন্য কোনও উপায় নেই।

সারাক্ষণ চোখ আটকে মোবাইল ফোনে? কেন সে অভ্যাস বদলানো জরুরি?

দেওয়ালের রঙের উপর নির্ভর করে বাড়ির শান্তি

চিকিৎসকের পরামর্শ মতো রোগীর অস্ত্রোপচারও করা হয়েছিল। যদিও তাঁর মৃত্যু হয়। পরিবার চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে। মৃত মহিলার স্বামী চিকিৎসকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এই ঘটনায় একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

Skip to content