বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

প্রযুক্তিক্ষেত্রে ফের দুসংবাদ। ১২ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে গুগলের মূল সংস্থা অ্যালফাবেট। এমনটাই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বে অ্যালফাবেট তাদের মোট কর্মী সংখ্যার ৬ শতাংশকে ছাঁটাই করতে চলেছে। সংবাদ সংস্থা রয়টার্স সংস্থার প্রধান সুন্দর পিচাইকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে।
দিন আগে কয়েক মাইক্রোসফট কর্প জানিয়েছে, ১০ হাজার কর্মীকে তারা ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে। মাইক্রোসফটের এই সংবাদের রেস কাটতে না কাটতেই অ্যালফাবেটেও বিশাল সংখ্যক ছাঁটাইয়ের পথে চলে এমন খবর পাওয়া গেল। একই সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন, মেটা-র মতো বহুজাতিকও। রিপোর্ট অনুযায়ী অ্যামাজন ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করছে। মেটা মোট ১১ হাজার কর্মীকে সরিয়ে দেবে। ১০ হাজার কর্মীকে বসিয়ে দেবে মাইক্রোসফট। এদের পাশাপাশি সেলসফোর্স ৮ হাজার, এইচপি ৬ হাজার, টুইটার ৩৭০০ হাজার এবং সিগেট ৩ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে। সব মিলিয়ে ৫৯,৭০০ কর্মী ছাঁটাই হতে চলেছে। যা এ যাবৎ কালের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন:

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-৩: মেডিকেল কলেজে থেকে বিশ্বকাপ

বাড়তি মেদ ঝরবে মাত্র ৭ মিনিটেই, জেনে নিন ৭ দিনে ছিপছিপে হয়ে ওঠার ৭ সহজ টোটকা

এ নিয়ে ওয়াকিবহাল মহল মনে করছে, প্রযুক্তি সংস্থাগুলি ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা-তে ক্রমশ বিনিয়োগের পরিমাণ বাড়াচ্ছে। আর এতেই ভাঁড়ারে টান পড়ছে। মুশকিলের বিষয় হল, বহুজাতিক সংস্থাগুলি এআই-এ বিনিয়োগ কমিয়ে ফেলার ঝুঁকিও নিতে চাইছে না।
আরও পড়ুন:

বাস্তুবিজ্ঞান, পর্ব-১০: এমন জমিতে বাস করা স্বাস্থ্যকর যার ঢাল উত্তর ও পূর্ব দিকে, আর পূর্ব ও উত্তর দিক উন্মুক্ত থাকবে

ঘর সাজাবেন কোন কোন গাছ দিয়ে? এগুলি রাখতে পারেন

এদিকে, অন্য কোনও পথে সংস্থার আয়ও বাড়ছে না। আর এর প্রভাব পড়ছে কর্মীদের ওপর। সঙ্গে টালমাটাল অর্থনীতি পরিস্থিতিকে আরও বিগড়ে দিচ্ছে। এদিকে, গত বছরের তুলনায় ২৭ শতাংশ মুনাফা কমে গিয়েছিল গুগলের, যা প্রায় ১,৩৪০ কোটি ডলার।
একাধিক মানবসম্পদ সংস্থার দাবি, ২০২২-এ ছাঁটাইয়ের কোপ সবথেকে বেশি পড়েছে প্রযুক্তি শিল্পে। প্রযুক্তিক্ষেত্রে শুধু গত বছরই ৯৭,১৭১ জন কর্মী কাজ হারিয়েছেন। ব্লুমবার্গ-এর রিপোর্ট অনুযায়ী, যা গত বছরের তুলনায় প্রায় ৬৪৯ শতাংশ বেশি।

Skip to content