বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ক্লার্কের সঙ্গে সম্পর্কের এক কন্যাসন্তানের জন্ম দেন জাসিন্ডা।

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন শেষমেষ ইস্তফা দিচ্ছেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জাসিন্ডা নিজেই সে কথা জানিয়ে দিলেন। আগামী ৭ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে জাসিন্ডার শেষ কর্মদিবস হবে। এরপর ক্ষমতাসীন নিউ জিল্যান্ড লেবার পার্টিতে তাঁর উত্তরসূরি নির্বাচন করবে।
জাসিন্ডা সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘অনেক হয়েছে, এ বার আমি দায়িত্ব ছেড়ে দেব।’’ প্রধানমন্ত্রী পদে কেন তিনি থাকতে চাইছেন না তার কারণ জানতে চাওয়া হলে জাসিন্ডা বলেন, ‘‘এমন একটি বিশেষ পদের সঙ্গে গুরুদায়িত্বও এমনিতেই এসে যায়। কখন নেতৃত্ব দেওয়ার জন্য আপনি সঠিক ব্যক্তি আর কখন নন, তা বোঝার সম্পূর্ণ দায়িত্বও আপনারই।’’
আরও পড়ুন:

নিউ জলপাইগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু জওয়ানের, বেশ কয়েক জন আহত, ট্যাঙ্কে জল মাপতে গিয়ে দুর্ঘটনা

বাংলায় ফের বাড়বে তাপমাত্রার পারদ! শীত কী জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস?

আগামী বছর অক্টোবরে নিউ জিল্যান্ডে সাধারণ নির্বাচন হওয়ার কথা আছে। বিভিন্ন জনমত জানাচ্ছে যে, ক্ষমতাসীন লেবার পার্টির সঙ্গে প্রধান বিরোধী দল ন্যাশনাল পার্টির কড়া টক্কর হতে পারে এই নির্বাচনে। তার আগে জাসিন্ডার এই ঘোষণা ঘিরে জল্পনা তৈরি হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে মাত্র ৩৭ বছর বয়সে নিউ জ়িল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন জাসিন্ডা। সে সময় তিনি ছিলেন বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রনেতা।

২০১৭ সালে মাত্র ৩৭ বছর বয়সে জাসিন্ডা নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি ছিলেন বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রনেতা। ২০২০ সালের নির্বাচনে লেবার পার্টির বিপুল জয়ের পরে আবার নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী আসনে বসেছিলেন তিনি। তার আগে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ারের দফতরে অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে জাসিন্ডার।
আরও পড়ুন:

তদন্তকারীর কাছে সাংবাদিকরা নিজেদের সূত্র গোপন রাখতে পারবেন না! জানিয়ে দিল সিবিআই আদালত

আরও অনেক শক্তিশালী হয়ে ফিরছে বিমানবাহী যুদ্ধজাহাজ বিক্রমাদিত্য! জানুয়ারিতেই শুরু সমুদ্রযাত্রা

এদিকে, প্রধানমন্ত্রী হিসাবে গুরুদায়িত্ব পালনের জন্য জাসিন্ডা নিজের বিয়ের তারিখ বার বার বাতিল করেছিলেন। জাসিন্ডা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অন্তঃসত্ত্বাও হন। ২০১৮ সালে কন্যা সন্তানের জন্ম দেন। এর পর তাঁর বিয়ের তারিখ নিয়ে জল্পনার শেষ ছিল না। জাসিন্ডা ক্লার্ক গেফোর্ড নামের এক সাংবাদিকের প্রেমে পড়েন। কিন্তু কাজের চাপে তাঁকে বিয়ে করার সময় পাননি প্রধানমন্ত্রী।

Skip to content