বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধীপক্ষকে আক্রমণ করতে গিয়ে নরেন্দ্র মোদীর পুরনো একটি ভিডিয়োকে অস্ত্র করলেন। অর্থনৈতিক সঙ্কটে বেসামাল পাকিস্তান। সরকার বদলের ডাক দিয়ে আক্রমণ শানিয়েছে ইমরান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সদস্যরা। পিটিআই দেশের সঙ্কট মোকাবিলায় শাহবাজ শরিফ এবং তাঁর সরকারের ব্যর্থ অভিযোগ তুলে নির্বাচনের ডাক দিয়েছে।
নরেন্দ্র মোদী ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারে রাজস্থানের বারমেরে গিয়েছিলেন। সেখানে নির্বাচনের প্রচারে মোদী বলেছিলেন, “পাকিস্তানের ঔদ্ধত্যকে আমরা ধ্বংস করে দিতে পেরেছি। পাকিস্তানকে সারা বিশ্বের সামনে ভিক্ষার বাটি নিয়ে দাঁড় করিয়ে দিয়েছি।” মোদীর সেই বক্তব্য ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতিতে। পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী আজমখানি স্বাতী ভিডিয়োটি সমাজমাধ্যমে শেয়ার করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, বিশ্বের সামনে পাকিস্তানের মাথা হেঁট হয়ে যাচ্ছে।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-২০: মেলা থেকে ফিরে ‘অন্নপূর্ণার মন্দির’

আপনার সন্তান কি পড়া মনে রাখতে পারে না? তাহলে সকাল শুরু হোক গুড় দিয়ে, সঙ্গে থাকুক এই উপাদানটিও

ইমরানের দল কৌশলে মোদীর সেই পুরনো ভিডিয়োকে ফের প্রকাশ্যে এনে শাসকদলের অস্বস্তি বাড়ানোর চেষ্টা করছে। এদিকে শাসকদলের একাংশও ইমরানের দল পিটিআই-কে কটাক্ষ করে পাল্টা টুইট করেছে। সেই টুইটে লেখা হয়েছে, “মোদী যখন এই মন্তব্য করেছিলেন, তখন ইমরান খানই পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন!”

Skip to content