এখন শীতকাল। আর শীতকাল মানেই বাজারে বাজারে গুড়ের ছড়াছড়ি! এই সময় আট থেকে আশি পিঠেপুলি, মিষ্টি আর রুটির সঙ্গে গুড় খাওয়ার আনন্দে মজে থাকেন। তবে জানেন কি, শুধু স্বাদের জন্যই নয়, স্বাস্থ্যরক্ষার জন্যও গুড় খাওয়া খুব উপকারী। সকালে যদি আপনি খালি পেটে যদি গুড়-ছোলা খেতে পারেন, তা হলে অনেক রোগবালাই আপনার থেকে দূরে থাকবে।
রোজ সকালে গুড়-ছোলা খেলে কী কী উপকার পাবেন?
গ্যাস, অম্বল এড়াতে
● শীতকালে এটা ওটা খেয়ে গ্যাস, অম্বলের সমস্যায় শীতকালে প্রায়ই জেরবার হয়ে থাকি আমরা। অনেক সময় খাওয়ার কোনও রুচি থাকে না। সব কিছুতেই বিরক্ত লাগে। এমন সমস্যায় বাইরে বা ঘরের কাজ করা মুশকিল হয়ে পড়ে। দিনের পর দিন এই সমস্যা শরীরের জন্যেও খুবই সমস্যার। এই সমস্যা থেকে রেহাই পেতে হলে রোজ সকালে ঘুম থেকে উঠে একমুঠো ভেজানো ছোলা, আখের গুড় আর আদা খান। হাতে নাতে ফল পেয়ে যাবেন।