রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: টুইটার

নেপালের বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনের দেহ উদ্ধার করা হয়ে। এঁদের মধ্যে ৫ জন ভারতীয়, ৫৩ জন নেপালি, চার জন রুশ, ২ জন কোরিয়ার এবং ১ জন করে আর্জেন্টিনা, ফ্রান্স এবং আয়ারল্যান্ডের নাগরিক রয়েছেন।
রবিবার সকাল নাগাদ ৭২ আসনের একটি বিমান পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ে। ওই বিমানটিতে মোট ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। ইয়েতি এয়ারলাইন্সের এই বিমানটি পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল। কাস্কি জেলার কাছে একটি এলাকায় সেটি ভেঙে পড়ে। বিমানটি টেক অফের মাত্র ২০ মিনিটের মধ্যেই ভেঙে পড়েছে। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল।

আরও পড়ুন:

কিছুতেই কমছে না গ্যাস, হজমের সমস্যা? খাবার সময়ে, আগে বা পরে এই সব ভুল করছেন না তো?

সারাক্ষণ চোখ আটকে মোবাইল ফোনে? কেন সে অভ্যাস বদলানো জরুরি?

বিমান সংস্থার মুখপাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন, ‘‘বিমানটি কেন ভেঙে পড়ল, জানি না। কেউ জীবিত আছেন কি না, তাও এখন বলতে পারছি না। বিমানটি ভেঙে পড়া মাত্রই তাতে আগুন লেগে যায়। উদ্ধারকার্য চলছে। একই সঙ্গে আগুন নেভানোরও কাজ চলছে।’’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় কারও বেঁচে থাকার আশা খুই ক্ষীণ।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র. পর্ব-১৯: দেখতে দেখতে ‘সদানন্দের মেলা’

খাই খাই: বাড়িতেই চিকেন ভর্তা বানাতে চান? জেনে নিন সহজ রেসিপি

বিমান সংস্থার মুখপাত্র সুদর্শন বারতৌলা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘‘কেন বিমানটি ভেঙে পড়ল, জানি না। কেউ জীবিত রয়েছেন কি না, তা-ও বলতে পারছি না। ভেঙে পড়া মাত্রই বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধারকার্য শুরু হয়েছে। আগুন নেভানোরও কাজ চলছে।’’ স্থানীয়রাও উদ্ধারকার্যে নেমেছেন।

Skip to content