ছবি প্রতীকী
নতুন বছরের শুরুতে ভালো ব্যাটিং করলেও এ বার ধীরে ধীরে কমছে ঠান্ডার শিরশিরানি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে কলকাতার তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হবে। তবে শুধু দক্ষিণে নয়, উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা।
বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার মহানগরের সর্বোচ্চ পারদ ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
আরও পড়ুন:
বছরে আড়াই ইঞ্চি করে তিন বছর ধরে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিল জোশীমঠ, সেই তথ্য ধরা পড়েছিল সমীক্ষাতেও
ঠান্ডায় জবুথবু রাজধানী দিল্লি, ২৩ বছরে তাপমাত্রার এমন পারদপতন তৃতীয় বার, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস
বুধবার উত্তরবঙ্গে অবশ্য জাঁকিয়ে শীত নেমেছে। ধূপগুড়ি-সহ ডুয়ার্স এলাকায় তাপমাত্রার পারদ ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। উত্তরবঙ্গের একাধিক জায়গায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। আবহবিদরা মনে করছেন, আগামী দিন চারেকের মধ্যে তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে। তাপমাত্রার পারদ উঠতে পারে ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া দফতর এও জানিয়েছে, দক্ষিণ ও উত্তরবঙ্গে ভোরের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
আরও পড়ুন:
নোরার পর এবার পাক অভিনেত্রীর প্রেমে শাহরুখপুত্র আরিয়ান? ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন সাদিয়া
চেনা দেশ অচেনা পথ, পর্ব-১: ছুটি ও ছোটা ছুটি
বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হয়েছে মূলত উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে। পাশাপাশি উত্তুরে হাওয়াও ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। সেই সঙ্গে রাজ্যে প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ হাওয়া। তাই আগামী কয়েক দিনে কয়েক ডিগ্রি পারদ ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।