বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


চার সপ্তাহের পরেও থ্রিডি দেখতে লম্বা লাইন মাল্টিপ্লেক্সে। জেমস ক্যামেরনের ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’ রেকর্ড গড়ল ভারতে। এ দেশে এখনও পর্যন্ত মুক্তি পাওয়া হলিউড ছবিগুলির মধ্যে সর্বোচ্চ মুনাফা দেওয়া ছবি ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’।
‘অবতার ২’ বক্স অফিসে ৪৫৪ কোটি টাকা ব্যবসা করেছে। অর্থাৎ ‘অবতার ২’ রুশো ব্রাদার্স-এর মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর মোট সংগ্রহকেও অনেকটা ছাপিয়ে গিয়েছে। অ্যাভেঞ্জার্স: এন্ডগেম মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। তখন থেকে টানা তিন বছর বিদেশি ছবি হিসাবে এই ছবি আয়ের তালিকার ওপরে ছিল।
আরও পড়ুন:

একটুও শরীরচর্চার সময় পান না? জেনে নিন রাতে হাঁটার একাধিক উপকারিতা

জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে, পর্ব-১: চলার পথে খানিক ভণিতা

এ বার ‘টাইটানিক’ খ্যাত পরিচালক ক্যামেরনের ফ্যান্টাসি ছবি এই জায়গা নিয়ে নিল। মার্ভেলের ‘এন্ডগেম’-এর ভারতের বক্স অফিসে মোট আয় ছিল ৪৩৮ কোটি টাকা। নতুন ‘অবতার’ অবশ্য সেই রেকর্ড ভেঙে দিয়েছে।
আরও পড়ুন:

প্রাণ কাড়ল শৈত্যপ্রবাহ! প্রবল ঠান্ডায় কানপুরে পাঁচ দিনে মৃত্যু ৯৮ জনের

ইংলিশ টিংলিশ: মাধ্যমিক পরীক্ষার্থীরা সহজে শিখে নাও Transformation of Sentences by changing the DEGREES of Adjectives

আমেরিকার বক্স অফিসে ‘অবতার ২’ এত ৪২৪৮ কোটি টাকা ব্যবসা করেছে। নতুন অবতার বিশ্ব জুড়ে এখনই প্রায় ১০ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। উল্লেখ্য, ‘অবতার : দ্য ওয়ে অফ ওয়াটার’কে সিনেমার ইতিহাসে সপ্তম বৃহত্তম কাজ মনে করা হচ্ছে।

Skip to content