শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

শীতে জবুথবু বাংলা। উত্তুরে হাওয়ার দাপটে জারি পারদপতন। শুধু কলকাতা নয়, রাজ্যের জেলায় জেলায় জমিয়ে শীত পড়েছে। একাধিক জায়গায় তাপমাত্রার পারদ ১০ ডিগ্রিরও নীচে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সারা বাংলায় আগামী কয়েক দিন এরকমই জরদার ঠান্ডা মালুম হবে।
কলকাতায় শুক্রবার তাপমাত্রার পারদ নেমেছিল ১০ ডিগ্রির ঘরে। গতকাল ছিল এই মরশুমের শীতলতম দিন। শনিবার অবশ্য মহানগরের তাপমাত্রা সামান্য বেড়েছে। যদিও জাঁকিয়ে ঠান্ডার দাপট কমেনি। উত্তুরে হাওয়া বোয়ার জেরে সপ্তাহান্তে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে শহরে।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী কিছু দিন ১২-১৩ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে হাওয়া দফতর জানিয়েছে। তাই ঠান্ডার শিরশিরানি ভালোই অনুভূত হবে।
জাঁকিয়ে শীত পড়েছে জেলাগুলোতেও। শনিবার পুরুলিয়ায় তাপমাত্রা সবথেকে কম। পশ্চিমাঞ্চলের এই জেলায় ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে পারদ। বীরভূমের শ্রীনিকেতনে হাড়হিম করা ঠান্ডা পড়েছে। শনিবার এখানকার সর্বনিম্ন পারদ ৮.৪ ডিগ্রিতে নেমেছে। শনিবার
বর্ধমানের তাপমাত্রা নেমেছে ৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। মগরায় ৯ ডিগ্রি সেলসিয়াসে। ৯ ডিগ্রিতে নেমেছে পানাগড়ের তাপমাত্রা।
আরও পড়ুন:

চেনা দেশ অচেনা পথ, পর্ব-১: ছুটি ও ছোটা ছুটি

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১: চায়ের দোকান থেকে বিশ্বজয়

বাঁকুড়াতেও তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে। শনিবার সেখানে সর্বনিম্ন পারদ ৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার ৭.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। পারদ ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে কলাইকুণ্ডায়। আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি। হাওড়ার উলুবেড়িয়ায় ১০.২ ডিগ্রি সেলসিয়াসে পারদ নেমেছে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তারমাত্রার পারদ নেমে হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। ব্যারাকপুরেও সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:

আপনার ছোট্ট সোনামণির সঙ্গে কোন কোন আচরণগুলি কখনওই করবেন না?

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩৭: মাছ বাজারের বর্জ্যই এখন মূল্যবান সামগ্রী প্রস্তুতের অন্যতম সেরা উপাদান হতে চলেছে

মেদিনীপুরের সর্বনিম্ন পারদ ১০.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। দিঘার পারদ ১০.৬ ডিগ্রি। হলদিয়ার তাপমাত্রা নেমেছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে। বহরমপুরে ১১ ডিগ্রি। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তাপমাত্রার পারদ নেমে হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। ১১.৩ ডিগ্রি তাপমাত্রা ডায়মন্ড হারবারের। কষ্ণনগরের সর্বনিম্ন পারদ ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও নামছে পারদ। শনিবার দার্জিলিঙের পারদ সামান্য বেড়েছে। দার্জিলিঙের আজকের সর্বনিম্ন তাপমাত্রা পারদ ৭ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার ছিল ৪.৮। ৮.৫ ডিগ্রি সেলসিয়াস কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা। জলপাইগুড়িতে ৯.৪ ডিগ্রি। ৯.৯ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারের সর্বনিম্ন পারদ। মালদাতে পারদ নেমে হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
বালুরঘাটের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। বাগডোগরার ১১.৩ ডিগ্রিতে।

Skip to content