শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

এ বার মানসিক অসুস্থতাকে বিমার আওতায় আনা হচ্ছে। এমনটাই নির্দেশ দিয়েছে বিমা নিয়ন্ত্রক ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বা আইআরডিএআই। আগে হাতে গোনা কয়েকটি সংস্থাই তাদের সুবিধা অনুযায়ী মানসিক অসুস্থতাকে বিমার আওতায় এনেছিল। তবে সেই সব বমা সংস্থার পরিষেবা নিয়ে উঠেছিল প্রশ্ন।
বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই এই নির্দেশ বহু পরিবার উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মানসিক রোগ নানা প্রকারের হয়। এই সব চিকিৎসা অনেক ক্ষেত্রেই তো বটেই সেই সঙ্গে বেশ খরচ সাপেক্ষও।
আরও পড়ুন:

বিশ্বের সর্বোচ্চ এবং শীতলতম যুদ্ধক্ষেত্র সিয়াচেনে পাহারায় দেশের প্রথম মহিলা সেনা! কে এই ক্যাপ্টেন শিবা চৌহান?

এ বার অনলাইনেই বদলানো যাবে আধারে ঠিকানা, লাগবে শুধু পরিবারের প্রধানের সম্মতি, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

আইআরডিএআই-এর নির্দেশ অনুযায়ী মানসিক অসুস্থতার জন্য রোগীর চিকিৎসা এবং পরিচর্যার প্রয়োজনে হাসপাতালের খরচ শর্ত সাপেক্ষে মেটানো সম্ভব হবে। রোগ নির্ণয়, ওষুধ, চিকিৎসার খরচ, ঘর ভাড়া, অ্যাম্বুলান্স সব খরচই বিমার আওতায় নিয়ে আসা হয়েছে। কাউন্সেলিং-এর ক্ষেত্রে বিমা সংস্থা খরচ বহন করবে না।

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-১: নারী কি আলাদা? তাঁরা পুরুষদের সঙ্গে বসতে ভয় পান? তাহলে কি এত আয়োজন শুধু তাঁদের ভয় দেখাতে…

আপনার চুল কি খুব পাতলা হয়ে গিয়েছে? জেনে নিন পাতলা চুল ঘন দেখানোর সাত সহজ উপায়

 

কোন কোন মানসিক অসুস্থতায় বিমার সুবিধা মিলবে

মানসিক স্বাস্থ্যের চিকিৎসার ক্ষেত্রে বিমার সুবিধা পেতে হলে অন্তত ২৪ ঘণ্টা রোগীকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। আইআরডিএআই-এর নির্দেশ অনুযায়ী— স্কিৎজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, তীব্র বিষণ্ণতা, উদ্বেগজনিত অসুস্থতা, মুড ডিসঅর্ডার, সাইকোটিক ডিসঅর্ডার, পিটিএসডি, ওসিডি, এডিএইচডি প্রভৃতি রোগের ক্ষেত্রে বিমার সুবিধা পাওয়া যাবে।


Skip to content