মহারাষ্ট্রের নাসিকে একটি কারখানার বয়লার ফেটে আগুন লেগে গিয়েছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বিশাল কারখানা চত্বর। নাসিকের মুণ্ডেগাঁও গ্রামে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। জানা গিয়েছে, কারখানাটি জিন্দল গোষ্ঠীর। বিস্ফোরণটি ঘটেছে সকাল ১১টা নাগাদ। বিস্ফোরণের পরই কারখানা চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়।
দমকল সূত্রে খবর, অন্তত এগারো জনকে কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। এখনও বহু শ্রমিক কারখানার ভিতরে আটকে রয়েছেন। জানা গিয়েছে, এই ঘটনায় অন্তত এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৯ জন। ৪ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
Huge fire in Jindal poly films plant near Igatpuri, Nashik. pic.twitter.com/ZUMMIYP4YJ
— Neel Shah (@neelshah1304) January 1, 2023
আরও পড়ুন:
এই ৪৯টি ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ, দেখে নিন তালিকায় আপনার স্মার্টফোনটি রয়েছে কিনা?
‘নো মেকআপ লুক’ চাই? তাহলে ৫টি লিপস্টিক নিজের সংগ্রহে রাখতে পারেন
দমকলের এক আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত জানা যায়নি, ঠিক কী কারণে কারখানার বয়লার ফেটে আগুন লাগল। তিনি জানিয়েছেন, তদন্ত করে দেখা হচ্ছে, কীভাবে আগুন লাগল।