ছবি প্রতীকী
ডিসেম্বরের শেষেও কলকাতার পারদ ঊর্ধ্বমুখী! বছর শেষে উত্তর ভারতের একাধিক রাজ্য ঠান্ডায় জবুথবু। রাজস্থানে পারদ হিমাঙ্কের নীচে। মাইনাস ১১ লেহ-র তাপমাত্রা। নৈনিতালকে টেক্কা দিচ্ছে দিল্লি। অথচ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস!
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গনেশকুমার দাসের কথায়, এই প্রথম বার গত ৫০ বছরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২০.৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছল। তবে মঙ্গলবার পারদ ২০.৭ ডিগ্রিতে ছুঁলেও বুধবার আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছেন গণেশ।
আরও পড়ুন:
ইংলিশ টিংলিশ: সহজে শিখে নাও Adjective-এর Degree Change কাকে বলে
ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-১০: আশ মিটিয়ে দেখে ছিলাম অপূর্ব সেই রূপ…আর প্রকৃতিও সেদিন সবটুকু মেলে ধরেছিল আমার সামনে
তিনি জানান, ‘‘বুধবার তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এমন পূর্বাভাস রয়েছে। আর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে। এ ভাবে বছর শেষে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসবে। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিক হবে।’’
আরও পড়ুন:
জিভে জল আনা এমন ফুলকপির পরোটাতেই জমে যাক শীতের পাত!
দশভুজাঃ দু’শো বছর আগে হলে তিনি ইঞ্জিনিয়ারের বদলে সতী হতেন
মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, কলকাতায় ডিসেম্বরের শেষে সর্বনিম্ন তাপমাত্রা এতটা বেশি ছিল না গত ৫০ বছরেও। সাধারণত ১৫ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে কলকাতায় বেশ ঠান্ডা থাকে। অথচ, এই সময়ে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। এর আগে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি হয়েছিল ২০০৪ সালের ২২ ডিসেম্বর। চলতি বছরে গত ২৭ ডিসেম্বরের আগে পর্যন্ত ওই তাপমাত্রাই ছিল সর্বোচ্চ। আজ মঙ্গলবার অবশ্য কলকাতার ঠান্ডা সব রেকর্ড ভেঙে দিয়েছে।