ছবি প্রতীকী
মেট্রো চলাচলে বাধা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। যান্ত্রিক ত্রুটির কারণে এই পরিস্থিতি হয়েছে বলে জানা গিয়েছে। মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। নোয়াপাড়া স্টেশনে খালি মেট্রো নিয়ে যাওয়া হচ্ছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোয় মঙ্গলবার বেলার দিকে ব্রেক খারাপ হয়ে যায়। এর জন্য মেট্রোর রেক এগোনো যাচ্ছিল না। আপ লাইনে পরিষেবা কিছু ক্ষণ থমকে যায়।
রবীন্দ্র সদন স্টেশনে যাত্রীদের নামিয়ে মেট্রোটি করে দেওয়া হয়। এর পর সেটি নোয়াপাড়া স্টেশনে নিয়ে যাওয়া হয়। যদিও সেটি ময়দান পর্যন্ত গিয়ে ফের আটকে যায়।
রবীন্দ্র সদন স্টেশনে যাত্রীদের নামিয়ে মেট্রোটি করে দেওয়া হয়। এর পর সেটি নোয়াপাড়া স্টেশনে নিয়ে যাওয়া হয়। যদিও সেটি ময়দান পর্যন্ত গিয়ে ফের আটকে যায়।
আরও পড়ুন:
হাড়হিম ঠান্ডায় কাহিল উত্তর ভারত, ঘন কুয়াশার জেরে ব্যাহত ট্রেন ও বিমান পরিষেবা
ডায়াবিটিসে ভুগছেন? সকালের জলখাবারে কী ধরনের খাবার খেতে পারেন? রইল ডক্তারবাবুর জরুরি পরামর্শ
কাজের দিনে মেট্রো বিভ্রাটের জেরে বিপাকে পড়েছে যাত্রীরা। দক্ষিণেশ্বরের দিকে অর্থাৎ আপ লাইনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। মেট্রো চলছে না প্রায় ৩০ মিনিট ধরে। এর প্রভাব পড়েছে ডাউন লাইনের মেট্রো পরিষেবাতেও। অখুব ধীর গতিতে চলছিল কবি সুভাষগামী মেট্রো। মেট্রো প্রায় সব স্টেশনেই পাঁচ মিনিট করে দাঁড়িয়ে যাচ্ছিল। শেষমেশ কিছু ক্ষণের মধ্যে তাও রাখার সিদ্ধান্ত নেন মেট্রোরেল কর্তৃপক্ষ।
কলকাতা থেকে দক্ষিণের পাঁচ তীর্থক্ষেত্রে পাড়ি দেবে আইআরসিটিসি-র ‘স্বদেশ দর্শন’
সন্ধেবেলা খিদে পেলে শুধুই মুড়ি মাখা? স্বাদ বদলে মুড়ি দিয়েই তৈরি করে ফেলুন এই ৩ মুখরোচক নাস্তা
মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আপ লাইনে রেক না ঘোরার জন্য কবি সুভাষের দিকে মেট্রো নেওয়া যাওয়া সম্ভব হচ্ছে না। সে কারণে আপ এবং ডাউন দুই পরিষেবাই এখন স্তব্ধ। মেট্রোয় আটকে পড়েছেন বহু যাত্রী। একের পর এক মেট্রো ডাউন লাইনে দাঁড়িয়ে রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা চলছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ এও জানিয়েছে, খারাপ হয়ে যাওয়া রেকটিকে ময়দান স্টেশনে আটকে পড়েছে। সেটিকে নোয়াপাড়া নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আপ লাইনে মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। অনিয়মিত ভাবে মেট্রো চলছে ডাউন লাইনে।
মেট্রোরেল কর্তৃপক্ষ এও জানিয়েছে, খারাপ হয়ে যাওয়া রেকটিকে ময়দান স্টেশনে আটকে পড়েছে। সেটিকে নোয়াপাড়া নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আপ লাইনে মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। অনিয়মিত ভাবে মেট্রো চলছে ডাউন লাইনে।