শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফের ফিরছে করোনা আতঙ্ক! চিনে করোনার নতুন উপরূপ ‘বিএফ.৭’-এর বাড়বাড়ন্তে তৎপর হয়েছে ভারত। বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নিচ্ছে না কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলায় দেশবাসীকে মাস্ক পরার আর্জি জানিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার করোনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন। সেখানেই তিনি দেশবাসীকে মাস্ক পরার বার্তা দেন।
চিন, আমেরিকা, জাপান, কোরিয়া ও ব্রাজিলে-সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে দাপট দেখাচ্ছে সংক্রমণ। তাই বিষয়টির গুরুত্ব বুঝে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসেবে মোদী বৃহস্পতিবার ফের দেশবাসীকে মাস্ক পরার বার্তা দিয়েছেন।
আরও পড়ুন:

স্কুলশিক্ষকদের জন্য কড়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল পরিচালনা নিয়ে রয়েছে একঝাঁক নির্দেশ

রোমহর্ষক ঘটনার সাক্ষী! জঙ্গল সাফারিতে গিয়ে পর্যটকের গাড়িতে ঢুকল চিতা! দেখুন সেই গায়ে কাঁটা দেওয়া ভিডিয়ো

শুধু মাস্ক পরা নয়, প্রধানমন্ত্রী করোনা পরীক্ষা বাড়ানোর কথাও বলেছেন। রাজ্যগুলি যাতে জিনোম সিকোয়েন্সিংয়ে বিশেষ ভাবে গুরুত্ব দেয়, সেই বার্তাও প্রধানমন্ত্রী দিয়েছেন। সামনেই বড়দিন এবং বর্ষশেষের উদ্‌‌যাপন। এই দু’দিন দেশের বিভিন্ন জায়গায় উৎসব-অনুষ্ঠানে মানুষ ভিড় যাবেন। তাই এ সময় যাতে সংক্রমণ বেড়ে মাথা ব্যথার কারণ না হয়ে দাঁড়ায় সে জন্য আগের মতো দূরত্ববিধি মেনে চলা, মাস্ক এবং নিয়মিত স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

হোয়াটস অ্যাপেও কল রেকর্ডিংয়ের সুবিধা! নতুন বছরে মিলবে একগুচ্ছে আকর্ষণীয় ফিচার, কী কী দেখে নিন একঝলকে

শাশ্বতী রামায়ণী, পর্ব ২৮: অযোধ্যাবাসীরাও কি সঙ্গী বনযাত্রায়?

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় বলেন, চিনের করোনা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে দেশের করোনা নিয়ে দফায় দফায় পরিস্থিতিও পর্যালোচনাও চলছে। রাজ্যগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এও জানান, ‘‘এখনও মহামারি শেষ হয়ে যায়নি। করোনা ভাইরাস আমাদের শত্রু। বিভিন্ন সময় সে রূপ বদলে ফেলছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে।’’

Skip to content