সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

চিনে যে করোনার নতুন উপরূপ দেখা দিয়েছে, ভারতেও তার খোঁজ পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ৪ জনের দেহে করোনার ওই নতুন উপরূপের খোঁজ মিলেছে। এর নাম দেওয়া হয়েছে ওমিক্রন বিএফ.৭। আক্রান্ত সবাই গুজরাত এবং ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে।
চিনে গত কয়েক দিনে দেশের বহু মানুষ ভাইরাসের নতুন উপরূপে আক্রান্ত হয়েছেন। ভারতে গত অক্টোবর মাসে ওমিক্রন বিএফ.৭-এর প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। ওই উপরূপ ধরা পড়েছিল গুজরাতের বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে। তার পরে সে রাজ্যেই আরও এক করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধান মেলে। পাশাপাশি ওড়িশাতেও দু’জনের দেহে মেলে বিএফ.৭ হদিস পাওয়া গিয়েছে। উল্লেখ্য, ব্রিটেন, আমেরিকা, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলিতেও চিনের ওই ওমিক্রন বিএফ.৭-এর খোঁজ পাওয়া গিয়েছে।
করোনা সংক্রমণ নিয়ে নাগরিকদের সতর্ক করল কেন্দ্রীয় সরকার। জনবহুল জায়গায় গেলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে সরকার। পাশাপাশি দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতি সপ্তাহে একবার করে বৈঠকে বসবে সংশ্লিষ্ট মন্ত্রক, এমন সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
কোভিড মোকাবিলায় বুধবার নয়াদিল্লিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠক শেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় টুইটও করেন। সেই টুইটে তিনি লিখেছেন, “এখনও কোভিড পুরোপুরি যায়নি। তবে ভারত পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে।”
আরও পড়ুন:

বারবার ব্যর্থ হয়েও আবার ফিরে ফিরে আসার নাম ফুটবলের জাদুকর মেসি

‘জনবহুল জায়গায় মাস্ক পরুন’, চিনে ‘করোনার দাপট’ দেখে পরামর্শ কেন্দ্রের, পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক প্রতি সপ্তাহে

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কোভিড পরীক্ষা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। সেই সঙ্গে নমুনা কেন্দ্রের অনুমোদিত ‘ইনস্যাকোগ’ পরীক্ষাগারে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে জনগোষ্ঠীর মধ্যে করোনার নতুন কোনও প্রজাতি পাওয়া যাচ্ছে কি না, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
এদিকে, চিনে যে করোনার নতুন উপরূপ দেখা দিয়েছে, ভারতেও তার খোঁজ পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ৪ জনের দেহে করোনার ওই নতুন উপরূপের খোঁজ মিলেছে। এর নাম দেওয়া হয়েছে ওমিক্রন বিএফ.৭। আক্রান্ত সবাই গুজরাত এবং ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:

জল ঠিক মতো খাওয়া হচ্ছে না? শরীর কিন্তু নিজেই জানিয়ে দেবে, কোন ৫ উপসর্গে একদমই অবহেলা নয়?

৭৮ বছর বয়সে নিভৃতে চলে গিয়েছিলেন বাংলা সাহিত্যের ভীষ্ম পিতামহ/৩

উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিশদে আলোচনা হয়েছে। বিদেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে কী কী সাবধানতামূলক পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও আলোচনা হয়। সামনেই বড়দিন এবং ইংরেজি নববর্ষ। এই দু’দিন চিন্তায় রাখছে কেন্দ্রীয় সরকারকে। এই দু’দিন দেশের বিভিন্ন জায়গায় ভিড় জমাবেন সাধারণ মানুষ। সামনের দুই উৎসবে মানুষজন কোভিডবিধি তেমন মানবে না, এটা ধরে নিয়েই এগোতে চাইছে স্বাস্থ্যমন্ত্রক। এখনই পার্টি বা বিভিন্ন অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারির কথা না ভাবলেও সতর্ক থাকছে সরকার। অন্যদিকে, দেশের একটি বড় অংশ এখনও বুস্টার ডোজ নেয়নি। কেন্দ্র সে বিষয়টিও মাথায় রাখছে।
উল্লেখ্য, চিন এবং আমেরিকায় ধীরে ধীরে সংক্রমণ বাড়ছে। জাপান, কোরিয়া ও ব্রাজিলে হঠাৎ করে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা বাড়তে শুরু করেছে। গতকাল মঙ্গলবার বেজিংয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে যে হারে করোনা সংক্রমণ বাড়তে তা আন্তর্জাতিক স্তরে উদ্বেগজনক বলে মনে করছে আমেরিকা।

Skip to content