রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


নিজের শেষ বিশ্বকাপে ট্রফি জিতেছেন লিয়োনেল মেসি।

…পায়ে বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের অনায়াসে অতিক্রম করে পঞ্চাশ গজের একটা দুরন্ত দৌড়, আর আলভারেজের পা ঘুরে বল বিপক্ষের জালে। পৃথিবীর সমস্ত যুদ্ধক্ষেত্রে সেই মুহুর্তে অঘোষিত ‘যুদ্ধ বিরতি’!
লিয়োনেল মেসি।
এই একটা নাম ভুলিয়ে দিতে পারে আপামর বিশ্বের যাবতীয় অসাম্য, অনৈক্য আর অসঙ্গতির অন্ধকার। মেসি শুধু একজন খেলোয়াড় নন, পৃথিবীর সমস্ত সংগ্রামী মানুষের প্রতিনিধি। দিয়েগোর সার্থক উত্তরাধিকারী। তাই মেসির পায়ের জাদু দেখতে দেখতে আমরাও কখন যেন নিজেদের লিয়োনেল মেসি বলে ভাবতে শুরু করি।
আরও পড়ুন:

মা বা স্ত্রীও নন, বিশ্বকাপ জিতে মাঠে কোন মহিলাকে জড়িয়ে ধরলেন এল এম টেন! তিনি আসলে কে?

ডাক্তারের ডায়েরি, পর্ব-২৯: সাফল্যে মাথা ঘোরেনি পরান বাড়ুজ্যের

বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই অবসর? স্বপ্ন পূরণের পরে মুখ খুললেন এল এম টেন, কী বললেন মেসি?

২০১৪ সালের হৃদয়বিদারক ফাইনাল। জার্মানির বিরুদ্ধে হিগুয়েনের ক্ষমাহীন গোল মিস আর হাত ফস্কে পড়ে যাওয়া সোনালি ট্রফিটা মনকে ভারক্রান্ত করে তোলে। হাতে বিশ্বকাপের সেরা ফুটবলারের শিরোপা গোল্ডেন বল আর চোখে অপার শূন্যতা। ২০১৮ সালে আবার সেই ব্যর্থতার আখ্যান। এই বারবার ব্যর্থ হয়েও আবার ফিরে ফিরে আসার নাম এল এম টেন। নিজের অসামান্য প্রতিভার ওপর অটুট বিশ্বাস, ফুটবল খেলার ওপর সীমাহীন ভালোবাসা আর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অদম্য জেদ। এটা কোনও রূপকথা নয়। আর তাই ‘কখনওই হার না মানা’ এই মানুষটার জীবনের ট্যাগলাইন ‘Nothing can stop you!’

ট্রফি নিয়ে ঘুমোচ্ছেন এল এম টেন। ছবি: ফেসবুক।

মেসির ঈশ্বর প্রদত্ত প্রতিভা দেখে মুগ্ধ হয়ে আমরা ভুলে যাই নিজেদের জীবনের যাবতীয় হতাশা, ব্যর্থতা, পরাজয়ের গ্লানি। প্রতিপক্ষের আঘাতে জর্জরিত হয়েও আবার উঠে দাঁড়ানো, বার বার হার সত্তেও নতুন উদ্যমে ফিরে আসা দুরারোগ্য রোগগ্রস্ত মানুষকেও মৃত্যুর ভ্রুকুটি অগ্রাহ্য করে নতুন করে বাঁচতে শেখায়। আর তাই ক্ষুধার রাজ্যেও পৃথিবী ‘মেসিময়’।
আরও পড়ুন:

ছোটদের যত্নে: শিশুকে টনসিলের সমস্যা থেকে দূরে রাখতে চান? মেনে চলুন শিশু বিশেষজ্ঞের এই সব টিপস

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৪: কবির দরজা সাধারণজনের জন্য সারাক্ষণই খোলা থাকত

ত্বকের পরিচর্যায়: শীতে কি আপনার ত্বক শুকিয়ে যায়? মেনে চলুন ত্বক বিশেষজ্ঞের এই পরামর্শগুলি

রবিবার শুধু মেসি নয়, জিতেছে বিশ্বের প্রতিটি প্রান্তে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা সেই সব মানুষেরা। প্রতিদিন জীবনযুদ্ধে জেতার জন্য ফিরে ফিরে আসা সেই সব মানুষেরা যারা মনে প্রাণে বিশ্বাস করে, ‘When you have a dream to chase, nothing can stop you!’

মহারাজা তোমারে সেলাম।
* ড. গৌরব চৌধুরী (Dr. Gaurab Chaudhuri), অধ্যাপক (Professor), প্লাস্টিক সার্জারি বিভাগ, কলকাতা

Skip to content