শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


পর্যটকের গাড়িতে ঢুকে গেল চিতা! জঙ্গল সাফারিতে গিয়ে এমন রোমহর্ষক ঘটনার সাক্ষী হয়েছেন এক পর্যটক। গাড়ির ভিতরে ছিলেন এক জন পর্যটক। তবে খুব ভয় পেয়ে গেলেও তিনি পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। সেই গায়ে কাঁটা দেওয়া ভিডিয়ো এখন ভাইরাল।
সম্প্রতি তানজানিয়ায় এই ঘটনাটি ঘটেছে। সেখানে ব্রিটন হেইস নামে এক পর্যটক একটি সাফারি যাত্রায় যান। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ব্রিটন সাফারির সময় একটি ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে প্রাকৃতি দেখছিলেন। তাঁর গাড়ির জানলা খোলা ছিল। এমন সময় গাড়ির খোলা জানালা দিয়ে আচমকা চিতার প্রবেশ। ভিতরে ধুকে খানিকক্ষণ উঁকিঝুঁকি মেরে দেখতে থাকে। ভয়ে একেবারে স্থির হয়ে বসে আসেন ব্রিটন।

আরও পড়ুন:

রাজ্যের স্কুলগুলির নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করতে সাত দফা নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

একটানা ঝিঁঝিঁর শব্দ শুনতে পাচ্ছেন কানের মধ্যে? সত্যিই এরকম হচ্ছে, না কি কোনও রোগের লক্ষণ?

যদিও তিনি সাহস পুরো ঘটনার ভিডিয়ো ক্যামেরাবন্দি করেন। কিছুক্ষণ উঁকিঝুঁকি মেরে চিতা নিজেই গাড়ি থেকে বেরিয়ে যায়। এর পড়ে সে বনেটের উপর গিয়ে বসে। এমন সময় দ্রুত গাড়ির জানালা বন্ধ করে দেন ব্রিটন।

সাই পল্লবী ‘রামায়ণ’-এ সীতা হয়ে বলিউডে পা রাখছেন? পর্দা ভাগ করতে দেখা যাবে হৃতিক, রাম চরণ, প্রভাসকে?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৩: নোবেল-প্রাপ্তির সংবর্ধনা-সভায় রবীন্দ্রনাথ ক্ষোভ উগরে দিয়েছিলেন

এই রোমহর্ষক ভিডিয়োটি তানসু ইগেন নামের এক ব্যক্তি টুইটারে শেয়ার করেছেন। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখে ফেলেছেন। অনেকে মন্তব্যও করেছেন।

Skip to content