শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


রানি মুখোপাধ্যায় ও অরিজিৎ সিংহ।

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আর মাত্র ৬ দিন বাকি। নন্দনে সাজ সাজ রব। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী ১৫ ডিসেম্বর চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং শাহরুখ খান থাকার কথা জানা গিয়েছে। থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়েরও।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১৪: আশা-নিরাশা ও ভরসার সে এক অন্য ‘মনের ময়ূর’

ভিটামিন ডি তৈরির জন্য রোদে কত ক্ষণ থাকতে হবে? গায়ের রঙের উপর তা নির্ভর করে, জানতেন?

সূত্রের খবর, উদ্বোধনী মঞ্চে ১৫ ডিসেম্বর বিশেষ অতিথি হিসাবে দেখা যেতে পারে রানি মুখোপাধ্যায় এবং অরিজিৎ সিংহকে। কুমার শানুকেও আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকতে পারেন পরিচালক মহেশ ভট্ট এবং তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্‌হাও। ৮ দিন ব্যাপী কলকাতা চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত।

Skip to content