ছবি প্রতীকী
কলকাতার পারদ কিছুটা পতন হয়েছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার পারদ নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে! হাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন ঘোরাফেরা করতে পারে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
কলকাতায় শুক্রবার ভোর থেকেই আকাশ কুয়াশাচ্ছন্ন ছিল। আলিপুর হাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন:
শীতের সন্ধ্যায় অন্য রকমের কিছু চাই? তাহলে সহজে বানিয়ে ফেলুন নারকেলের সিঙারা
ছোটদের যত্নে: হঠাৎই জ্বর, মুখে-হাতে ঘা হচ্ছে শিশুদের! কষ্টকর হলেও ভয়ের কিছু নেই, জেনে নিন কোন রোগের উপসর্গ এগুলি
হাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় ‘মনদৌস’ ঘনীভূত হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। সে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ক্রমশ শক্তি বাড়িয়ে সে ধেয়ে আসছে দক্ষিণ ভারতের রাজ্যগুলির দিকে। ‘মনদৌস’-এর জেরে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মনদৌস’-এর প্রভাবে পুদুচেরি, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চেন্নাইয়ে গতকাল বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মনদৌস’-এর প্রভাবে পুদুচেরি, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চেন্নাইয়ে গতকাল বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
ইংলিশ টিংলিশ: আজকে এসো দেখি Prefix আর Suffix কাকে বলে
উত্তম কথাচিত্র, পর্ব-১৪: আশা-নিরাশা ও ভরসার সে এক অন্য ‘মনের ময়ূর’
এদিকে, নিম্নচাপের জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। সে-কারণে বাংলায় আসা উত্তুরে হাওয়ার গতিও কমতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। ফলে আগামী কিছু দিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ ঊর্ধ্বমুখী হতে পারে। ফলে স্বাভাবিক ভাবে শীত কমবে। যদিও নিম্নচাপ কেটে গেলে পারদ পতন হবে, শীত আবার দক্ষিণবঙ্গে ফিরে আসবে বলে পূর্বাভাস হাওয়া দফতরের।