বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


বিজয় দেবেরাকোন্ডা।

‘লাইগার’-এর নায়ক, বিজয় দেবেরাকোন্ডা বুধবার থানায় হাজিরা দিতে গিয়েছিলেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত ১২ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে। বিজয়ের কথায়, খ্যাতি বাড়লে এ সবও জীবনের অংশ হয়ে যায়।
চলতি বছর অগস্ট মাসে মুক্তি পেয়েছিল ‘লাইগার’। এই ছবির মাধ্যমেই দক্ষিণী তারকা বিজয় প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু অনন্যা পাণ্ডে এবং বিজয় অভিনীত সেই ছবি প্রশংসা তো পায়ইনি, উল্টে কয়েক মাসের মধ্যে আইনি সমস্যায় পড়ে। সূত্রের খবর, ছবি বানাতে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল। সেই টাকা বৈধ নয় বলেই অভিযোগ ওঠে। তখন টাকার উৎস খতিয়ে দেখতে নির্মাতাদের থেকে শুরু করে নায়ক— একে একে সকলকে তলব করেছিল ইডি।
আরও পড়ুন:

ডায়েট ফটাফট: না খেয়ে নয়, বরং খেয়েই কমান ওজন! কী কী খেলে মেদ ঝরবে? দেখুন ভিডিয়ো

বন্ধ হতে চলেছে ‘মাধবীলতা’? তার বদলে কোন ধারাবাহিক আসছে?

‘লাইগার’-এর প্রযোজক চার্মে কউরকেও তলব করা হয়েছিল গত ১৭ নভেম্বর। বিদেশি লেনদেন ব্যবস্থাপক আইন (ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট) ভঙ্গ করার অভিযোগে ‘লাইগার’ এখনও সমস্যায়। বৈদেশিক মুদ্রায় এ ছবি বানানো হয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: I talk কিন্তু he talks কেন হয়? সঙ্গে আরও জেনে নাও be এবং have verb-এর সঠিক প্রয়োগ

হোয়াটসঅ্যাপ স্টেটাসে ফের নতুন চমক! ব্যবহারকারীদের জন্য আসছে আকর্ষণীয় ফিচার

অবশ্য জিজ্ঞাসাবাদের পর বিজয় যখন বেরিয়ে আসেন তখন তাঁকে ফুরফুরে মেজাজেই দেখা যায়। বললেন, ‘‘জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্যাও অঙ্গাঙ্গিভাবে জীবনে আসবেই। এটাও এক ধরনের অভিজ্ঞতা। আমায় যখন ডাকা হয়েছে, এসে দায়িত্ব পালন করে গেলাম। আমাকে যা জিজ্ঞাসা করা হয়েছে তার উত্তর আমি দিয়েছি। আমাকে আর ডাকবে না।’’ জানা গিয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৮টা অবধি চলেছে বিজয়ের জিজ্ঞাসাবাদের পর্ব।

Skip to content