শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ডিসেম্বর মাস মানেই ভরপুর শীতের আমেজ। কলকাতায়ও ভালো ভাবেই শীতের শুরু হয়ে যায়। যদিও আজ বাদে কাল শুরু ডিসেম্বর মাস। তবুও তেমন উল্লেখযোগ্য ভাবে পারদপতন হয়নি। আলিপুর আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি! এমনকি, বুধবার শহরের সর্বোচ্চ পারদ ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশ থাকতে পরে বলে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস। ২৪ ঘণ্টা আকাশ ঝকঝকে থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।
যদিও আলিপুর আবহাওয়া দফতর আগে জানিয়েছিল, আগামীকাল বৃহস্পতিবার থেকে হাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী দু’ তিন দিনের পর থেকে ফের শীতের শিরশিরানি ভাব ফিরবে বলে জানাচ্ছেন আবহবিদরা। তবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও জেলায় জেলায় শীতের আমেজ বজায় রয়েছে। হাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভোরে এবং সন্ধেবেলা শীত শীত ভাব থাকলেও বেলা বাড়লে তা উধাও হয়ে যাবে।
আরও পড়ুন:

বাবার কাটা মাথা মাঠে পুঁতছে ছেলে! হাড়হিম করা সেই সিসিটিভি ফুটেজ এল পুলিশের হাতে

ভারতে পাইকারি ব্যবসা বন্ধের ঘোষণা অ্যামাজনের, অনলাইন শিক্ষা, খাদ্য বিপণনের পর বন্ধ সংস্থার তৃতীয় শাখা

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। ফলে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে আবহাওয়ার বদল হতে পারে। এদিকে রবিবার, ৪ ডিসেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আগামী দুই থেকে তিনদিন অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে।

ইংলিশ টিংলিশ: I talk কিন্তু he talks কেন হয়? সঙ্গে আরও জেনে নাও be এবং have verb-এর সঠিক প্রয়োগ

হার্ট অ্যাটাক নীরবেও হতে পারে! কোন উপসর্গ দেখে সতর্ক হবেন? জেনে নিন ডাক্তারবাবুর পরামর্শ

আন্দামান-নিকোবর, দ্বীপপুঞ্জ, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন অঞ্চলে আগামী চার-পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রবিবার, ৪ ডিসেম্বর থেকে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে বর্ষণের পরিমাণ বাড়বে।
উল্লেখ্য, চলতি বছরে নভেম্বরেই রেকর্ড হারে পারদ পতন হয়েছিল শহরে। তাপমাত্রা নেমেছিল ১৬ ডিগ্রির ঘরে। এর প্রভাবে তখন কলকাতায় শীতের শুরুর আগেই ঠান্ডার আমেজ ছিল।

Skip to content