ছবি প্রতীকী
আচমকা রাজাবাজারে একটি চলন্ত একটি গাড়িতে আগুন লেগে যায়। সোমবার সকালে এই ঘটনাটি ঘটে ভিক্টোরিয়া কলেজের সামনে। মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, পাশে থাকে একটি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়েছে। খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।
যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলের কর্মীরা। তাঁরা মূলত গাড়ির চাকাকে লক্ষ করে জল দিচ্ছেন। দমকল আধিকারিকদের ধারণা, গাড়ির টায়ারে আগুন লাগতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
বিবিসি-র সাংবাদিককে মারধর শি জিনপিং সরকারের পুলিশের! চিনে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে গ্রেফতারও করা হয় তাঁকে
আর আপনাদের আসতে হবে না! আমেরিকার সংস্থা মাঝরাতে এসএমএস-এ ছাঁটাইয়ের বার্তা পাঠাল তাদের ২,৭০০ কর্মীকে
যদিও গাড়িতে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও পরিষ্কার করে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আচমকাই আগুন ধরে যায়। কারও কারও দাবি, তাঁরা বিস্ফোরণের শব্দও শুনতে পেয়েছেন। আগুন ধরে যাওয়া গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িতেও আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দমকল বাহিনীর প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। শহরের ব্যস্ত রাস্তায় এই ঘটনার জেরে প্রবল যানজট তৈরি হয়।
দমকল বাহিনীর প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। শহরের ব্যস্ত রাস্তায় এই ঘটনার জেরে প্রবল যানজট তৈরি হয়।