শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ভোর হলেই কুয়াশা ঘিরে ধরছে চারদিক। সারাদিন ধরে একটা শিরশিরানি রয়েই যাচ্ছে। আর শীতের হাওয়া গায়ে লাগলে মন হয়ে যায় উড়ু উড়ু, সে সবসময়ই চায় বেড়াতে যেতে। পর্যটকদের মন কাড়তে নভেম্বর-ডিসেম্বরে পাহাড়ের রানি মেতে ওঠে উৎসবের রঙে। এবছর সেই আর্কষণ দ্বিগুণ করতে অভিনব উদ্যোগ নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ।
এবার থেকে শুধু দিনের বেলা নয়, রাতের পাহাড়ে চলবে টয় ট্রেন। দিনের বেলা যতই সুন্দরী হোক পাহাড়, রাতের বেলা সে যেন এক মোহময়ী নারীর রূপ ধারণ করে নেয়। দার্জিলিং থেকে নিচের দিকে তাকালেই চোখে পড়ে জোনাকির মতো ঝিকমিক করতে থাকা ছোট ছোট গ্রামগুলিকে। মিশকালো অন্ধকারের পর্দা ছিঁড়ে নিচের দিকে তাকালেই চোখে ভেসে ওঠে ঝিকিমিকি আলো। আর তখন চারদিকে থাকে এক অদ্ভুত নিস্তব্ধতা। সব মিলিয়ে পাহাড়প্রেমীদের মনে সবসময় আকর্ষণীয় রাতের দার্জিলিং। আর এবার আরও আনন্দের খবর হল সেই রাতের দার্জিলিংয়ে চলবে টয় ট্রেন। দার্জিলিং স্টেশন থেকে ঘুম পর্যন্ত যাতায়াত করবে ট্রেনটি।
আরও পড়ুন:

বাইরে দূরে: মোহনার দিকে…

ভালো খবর! একসঙ্গে চারটি ছানার জন্ম দিল সিংহী, মা ও সন্তান সবাই সুস্থ রয়েছে

হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানেও এবার পাসওয়ার্ড দেওয়া যাবে! কীভাবে, কবে থেকে?

১২ নভেম্বর পাহাড়ে শুরু হয়েছে ঘুম উৎসব। প্রতিবার এই উৎসবের টানে দার্জিলিংয়ে জড়ো হন বহু দেশি-বিদেশি পর্যটক। এবার তাঁদের আরও বেশি আনন্দ দিতে ১২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টয় ট্রেনটি। তবে সপ্তাহে মাত্র একবার। প্রতিবার শনিবার মিলবে রাতের এই জয় রাইড। ডিএইচআর ডিরেক্টর প্রিয়াংশু জানান ১২, ১৯ ও ২৬ নভেম্বর এবং ৪ ডিসেম্বর চলবে টয় ট্রেনটি। ভাড়াও সাধারণ জয় রাইডের মতো। তবে কোন সময় ট্রেনটি ছাড়বে সেটা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:

ঐন্দ্রিলার মৃত্যুর পর অসুস্থ সব্যসাচী! ভুয়ো খবর ছড়াবেন না, সতর্ক করলেন সৌরভ

তিনিই সারস্বত সাধনার প্রতিরূপা সত্যিকারের দশভুজা

অ্যালঝাইমার্সের যত্ন বেশ চ্যালেঞ্জের, সঠিক পরিচর্যায় ধৈর্যশীল, সহনশীল, সংবেদনশীল এবং কৌশলী হতে হবে

ডিএইচআরের আশা, ঘুম উৎসব উপলক্ষে জমজমাট থাকবে দার্জিলিং। রাতের রাইডেও যথেষ্ট ভিড় হবে। মন কাড়বে পর্যটকদের। তবে মাঝেমধ্যেই টয় ট্রেনের লাইনে বিপত্তি ঘটে। ফলে রাতের অন্ধকারে টয় ট্রেন চলাচল বেশ ঝুঁকিপূর্ণ বলেই মনে করছে অনেকে।

Skip to content