আমরা সকলেই ‘very’ শব্দটির সঙ্গে খুবই পরিচিত। যেকোনও কিছুর ‘খুব বেশি’ মাত্রা বোঝাতে আমরা ‘very’ ব্যবহার করে থাকি। যেমন ‘খুব সুন্দর’-এর ইংরেজি বলতে বললে তোমারা বেশিরভাগই বলবে ‘very beautiful. কিন্তু সবার মতো ‘very beautiful’ না বলে তুমি যদি বলো ‘magnificent’ বা ‘ravishing’ তাহলে কিন্তু তোমার ইংরেজি অনেক উচ্চ একটি মাত্রা পাবে। …আলোচনায় পর্ণা চৌধুরি, ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।