রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৪ সালের টেট উত্তীর্ণদের অসম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। পর্ষদ কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো ২০১৪ সালের ১ লক্ষ ২৪ হাজার ৯৫২ টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করেছে। যদিও সেই তালিকা অসম্পূর্ণ। পাশাপাশি পর্ষদ ২০১৪ সালের টেট-এ ৮২ পেয়েছেন এরকম সাত হাজারেরও বেশি সংরক্ষিত পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে। যদিও সেই তালিকাও অসম্পূর্ণ। শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদ বিকাল ৪টা নাগাদ দু’টি তালিকা প্রকাশ করেছে।
প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, ১ লক্ষ ২৫ হাজার টেট উত্তীর্ণদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বেশ কয়েকটি নামের জায়গা ফাঁকা রয়েছে। আবার সংরক্ষিত পরীক্ষার্থীদের তালিকার ক্ষেত্রে এক জনেরও নাম নেই। শুধু রোল নম্বর এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বর রয়েছে।
আরও পড়ুন:

চলতি মাস থেকেই সাঁতরাগাছি সেতুর এক দিক বন্ধ হচ্ছে, চালু হতে পারে জানুয়ারি নাগাদ, চরম ভোগান্তির আশঙ্কা

এখনও জ্ঞান ফেরেনি, ফের জ্বর ঐন্দ্রিলার, সংক্রমণের আশঙ্কায় উদ্বিগ্ন চিকিৎসকরা

এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এখনও সম্পূর্ণ তথ্য আসেনি। তাই অসম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। তবে সব তথ্য হাতে এলেই সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন:

নিত্যদিন স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি? আপনার সন্তানের উপরে এর প্রভাব কেমন পড়ে?

মুহূর্তে ত্বকের জেল্লা ফেরাতে বাড়িতেই তৈরি করে ফেলুন হলুদ টোনার!

সভাপতি এও বলেন, এই তালিকা প্রকাশ করা হয়েছে আদালতের নির্দেশ এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপদেশে। তালিকা আরও আগেই প্রকাশিত করা যেত। কিন্তু আদালতের নির্দেশনামায় বছরের উল্লেখে ভুল ছিল। সেটি সংশোধিত হওয়ার পর পর্ষদ তালিকা প্রকাশ করেছে। অন্যদিকে, আদালতের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৭ সালের টেট উত্তীর্ণদের নামতালিকা আগেই প্রকাশ করেছে।

Skip to content