শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বৃহস্পতিবার থেকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষক পদে প্রার্থীদের কাউন্সেলিং শুরু হচ্ছে। এমনটাই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ।
কমিশনের পখ থেকে ১,৬০০ জন চাকরি প্রার্থীকে সুপারিশপত্র দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ১,৬০০ জনের মধ্যে কর্মশিক্ষায় ৭৫০ জন এবং শারীরশিক্ষায় ৮৫০ জন চাকরিপ্রার্থীর আছেন। কাউন্সেলিং মধ্যমে নির্বাচিত হওয়া চাকরিপ্রার্থীদের স্কুল সার্ভিস কমিশন সুপারিশপত্র দেবে।
আরও পড়ুন:

টুইটারের পথে মেটা, আরও ১১ হাজার চাকরি যাচ্ছে ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটায়, জুকারবার্গ বললেন ‘আমি দুঃখিত’

চোখে-মুখে অকালেই বার্ধক্যের ছাপ? আপনার ঘুমনোর ভুল পদ্ধতিও তার কারণ হতে পারে

কাউন্সেলিং হবে সল্টলেক এসএসসি-র নতুন ভবনে। এসএসসি সূত্রের জানা গিয়েছে, চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের দিনই স্কুল নির্বাচন করা হতে পারে। উল্লেখ্য, কাউন্সেলিংয়ে নির্বাচিত চাকরিপ্রার্থীরা দার্জিলিং পাহাড় ছাড়া রাজ্যের অন্য জেলার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে নিয়োগের সুপারিশপত্র পাবেন।

Skip to content