অনির্বাণ হাজরা। ছবি: সংগৃহীত
ফের ডেঙ্গিতে মৃত্যু। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপারের। ওই হাসপাতালেই অ্যাসিস্ট্যান্ট সুপার অনির্বাণ হাজরা চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। হাওড়ার বাসিন্দা অনির্বাণ হাজরার বয়স হয়েছিল ৪২।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ১ নভেম্বর অনির্বাণকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার সন্ধে নাগাদ তাঁর শারীরিক অবস্থায় অবনতি হয়। ১৬ হাজারে নেমে আসে প্লেটলেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্লেটলেট ট্রান্সফিউশন করা হয়। এতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল।
আরও পড়ুন:
তলানিতে ঠেকা দূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ দিল্লি প্রশাসনের, রাজধানীতে জারি করা হল একাধিক নিষেধাজ্ঞা
জিমে যাওয়ার সময় নেই? সুস্থ থাকার জন্য হাঁটবেন নাকি দৌড়োবেন?
তবে শুক্রবার সকালে আবার শারীরক অবস্থার অবনতি হয়। ক্রমশ দেখা দেয় হৃদযন্ত্র ও রক্তচাপজনিত সমস্যা। সিসিইউতে স্থানান্তরিত করে চিকিৎসা শুরু হলেও তাঁকে বাঁচানো যায়নি। সূত্রের খবর, কোভিডে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। দীর্ঘ দিন চিকিৎসার পরে অনির্বাণ সুস্থ হয়ে উঠেছিলেন। ভাইফোঁটার সময় তাঁর মেয়ের প্রথম ডেঙ্গি ধরা পড়েছিল।