দিল্লিতে ভয়ংকর অগ্নিকাণ্ড। মঙ্গলবার রাজধানীর নারেলায় একটি জুতোর কারখানায় আচমকা আগুন লাগে যায়। সূত্রের খবর, এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। বেশ কয়েকজন আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় হাসপাতালে তঁদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন:
জিমে যাওয়ার সময় নেই? সুস্থ থাকার জন্য হাঁটবেন নাকি দৌড়োবেন?
‘নো এন্ট্রি’র দ্বিতীয় পর্বে থাকছেন না সলমন? মুখ খুললেন পরিচালক আনিস বাজমি
কী ভাবে আগুন লাগল তা জানা যায়নি। দমকল বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, কারখানার ভিতর এখনও অনেক লোকজন আটক রয়েছে। উদ্ধারকাজ চলছে জোরকদমে। সূত্রের খবর এখনও পর্যন্ত তিন জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ প্রসঙ্গে দিল্লি পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। মৃতদের এখনও পর্যন্ত পরিচয় জানা যায়নি।
Delhi | Fire breaks out in Narela Industrial Area, 10 fire tenders rushed to the spot. Three people have been rescued so far, a few people feared trapped. Rescue operation underway: Delhi Fire Service pic.twitter.com/PTh0ksEUDq
— ANI (@ANI) November 1, 2022