কঙ্গনা রানাউত
লোকসভা ভোটে লড়তে চান বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের আলোচনাচক্রে এমটাই ইচ্ছে প্রকাশ করেছেন অভিনেত্রী। বিজেপি টিকিট দিলে কট্টর গেরুয়া সমর্থক কঙ্গনা হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে লড়তে চান। উল্লেখ্য, কঙ্গনা রানাউত সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চান এমন গুঞ্জন অনেক আগে থেকেই ছিল।
এমনও শোনা গিয়েছিল, কঙ্গনা বিজেপির হয়ে মথুরা থেকে ভোটে দাঁড়াতে চান। যদিও এ নিয়ে সে সময় কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন বলিউডের ড্রিমগার্ল তথা মথুরার সাংসদ হেমা মালিনী। এ প্রসঙ্গে হেমার প্রতিক্রিয়া ছিল, “মথুরার মানুষরা অভিনেতাদের পছন্দ করেন সেটা ভালোই। কোনওদিন হয়তো দেখা যাবে রাখি সাওয়ান্তও যোগ দেবেন।”
আরও পড়ুন:
৫ টোটকায় রান্নাঘর হবে জীবাণুমুক্ত ও ঝকঝকে
উত্তম কথাচিত্র, পর্ব-৬: সে এক হতভাগ্যের ‘নষ্ট নীড়’ [২৪/০৮/১৯৫১]
কঙ্গনা হিমাচল প্রদেশের মেয়ে। সেকারণে লোকসভা নির্বাচনে তিনি মাণ্ডি কেন্দ্র থেকেই দাঁড়ানো ইচ্ছে প্রকাশ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, প্রয়াত বিজেপি নেতা রামস্বরূপ শর্মা ২০১৪ এবং ২০১৯ সালে মাণ্ডি কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২১ সালের ১৭ মার্চ তিনি প্রয়াত হওয়ার পর লোকসভা কেন্দ্রটি কংগ্রেসের দখলে চলে যায়। এখন কংগ্রেসে প্রতিভা সিং ওই লোকসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য।