বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন ঋষি সুনক।

এবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন ঋষি সুনক। লিজ ট্রাসের পর সে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিকই। ৪২ বছরের ঋষিই ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবেন। সোমবার দীপাবলির রাতে এল এই সুখবর। ২৮ অক্টোবর শপথ গ্রহণ করবেন তিনি।
কনজারভেটিভ পার্টির সদস্য ঋষি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রীও ছিলেন। ব্রিটেনের সাম্প্রতিক অর্থনৈতিক সঙ্কটে তিনিই যে যোগ্য প্রার্থী হতে পারেন, এটি আগেই প্রমাণিত করেছিলেন ঋষি। তাঁর পক্ষে পার্লামেন্টের ১৯১ সদস্যের সমর্থন রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:

ডায়েট টিপস: সামনেই বিয়ে? হাতে আর সময় নেই? রইল হবু কনের এক মাসের ডায়েট চার্ট

কালীপুজোর দিন দিনভর জেলায় জেলায় বর্ষণ, ঘূর্ণিঝড় সিত্রাংঙের জেরে জোরদার বৃষ্টির পূর্বাভাস হাওয়া দফতরের

বস্তুত, সাম্প্রতিককালে অর্থনৈতিক সঙ্কটের পাশাপাশি রাজনৈতিকস্তরেও বিশৃঙ্খলার মধ্যে রয়েছে ব্রিটেন। গত ৭ মাসে ঋষিকে মিলিয়ে ৩ জন প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে দেখবেন দেশবাসী। বরিস জনসনের পর দায়িত্ব নিয়েছিলেন লিজ ট্রাস। তবে প্রধানমন্ত্রী কুর্সিতে মাত্র ৪৫ দিনের সংক্ষিপ্ত কার্যকালের পর ২০ অক্টোবর ইস্তফা দেন তিনি। তার পর থেকেই এ পদের জন্য বরিসের নাম ঘুরেফিরে উঠেছে। দৌড়ে ছিলেন পোর্টমাউথ নর্থের এমপি পেনি মরডন্টও।
তবে বরিসের পর পেনিও এই দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলে শিকে ছিঁড়ল রিচমন্ডের এমপি ঋষির। রক্ষণশীল হিসাবে পরিচিত ব্রিটেনের প্রধানমন্ত্রী কুর্সিতে এক ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিকের বসার ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Skip to content