সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


মধ্যপ্রদেশে যাত্রিবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৪০ জন যাত্রী। মধ্যপ্রদেশের রেওয়ায় মালবাহী ট্রলির সঙ্গে যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হল এই দুর্ঘটনাটি ঘটে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৪০ জন যাত্রী আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সে কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ২০ জন খুব গুরুতর আহতকে প্রয়াগরাজের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের চিকিৎসা চলছে তৌন্থর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।
আরও পড়ুন:

আগামী বছর অনেক ছুটি নষ্ট, পুষিয়ে দিয়ে বাড়তি ছুটির তালিকা ঘোষণা করল নবান্ন

ক্রমশ কি বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিতরাং’! কবে, কোথায়, কেমন প্রভাব?

এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, হায়দরাবাদ থেকে গোরক্ষপুরগামী বাসটিতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় বাসের মধ্যে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। উত্তরপ্রদেশের রেওয়া জেলার সোহাগি পাহাড়ি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। যাত্রী বোঝাই বাসটি শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ মালবাহী ট্রলিকে মুখোমুখি ধাক্কা মারে। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ এবং গ্রামবাসীরা উদ্ধার কাজে হাত লাগান।

Skip to content