ছবি প্রতীকী
সোমবার দিওয়ালি। তার আগে রবিবার অর্থাৎ আজ ধনতেরস বা ধনত্রয়োদশী। মূল্যবান ধাতু কেনার আদর্শ দিন। শোনা যায়, সমুদ্রমন্থনের পর এই দিনেই অমৃতের ভাণ্ড হাতে ধন্বন্তরি উঠে এসেছিলেন। তাই এটি ধন্বন্তরির জন্মদিন। আর সর্বরোগহর সেই অমৃতের স্পর্শেই সবরকম রোগবালাই এমনকী, মৃত্যু থেকেও সুরক্ষিত হয়েছিলেন দেবতারা। তাই এই দিনটিতে মূল্যবান ধাতু কেনেন গৃহস্থরা। মূল্যবান ধাতুর এই তালিকায় সোনার চাহিদা সবচেয়ে বেশি।
তা বলে কি ধনতেরসের দিন সোনা কিনবেন না? সাধ্য থাকলে অবশ্যই কিনবেন। তবে বুঝে শুনে কেনাটাও জরুরি। কারণ, এত দাম দিয়ে যখন সংসারের সমৃদ্ধির জন্য মূল্যবান ধাতু কিনবেন, খাঁটি জিনিসটাই তো চাইবেন তাই না! সুতরাং সোনা কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন।
তা বলে কি ধনতেরসের দিন সোনা কিনবেন না? সাধ্য থাকলে অবশ্যই কিনবেন। তবে বুঝে শুনে কেনাটাও জরুরি। কারণ, এত দাম দিয়ে যখন সংসারের সমৃদ্ধির জন্য মূল্যবান ধাতু কিনবেন, খাঁটি জিনিসটাই তো চাইবেন তাই না! সুতরাং সোনা কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন।
আরও পড়ুন: