রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

সোমবার দিওয়ালি। তার আগে রবিবার অর্থাৎ আজ ধনতেরস বা ধনত্রয়োদশী। মূল্যবান ধাতু কেনার আদর্শ দিন। শোনা যায়, সমুদ্রমন্থনের পর এই দিনেই অমৃতের ভাণ্ড হাতে ধন্বন্তরি উঠে এসেছিলেন। তাই এটি ধন্বন্তরির জন্মদিন। আর সর্বরোগহর সেই অমৃতের স্পর্শেই সবরকম রোগবালাই এমনকী, মৃত্যু থেকেও সুরক্ষিত হয়েছিলেন দেবতারা। তাই এই দিনটিতে মূল্যবান ধাতু কেনেন গৃহস্থরা। মূল্যবান ধাতুর এই তালিকায় সোনার চাহিদা সবচেয়ে বেশি।
তা বলে কি ধনতেরসের দিন সোনা কিনবেন না? সাধ্য থাকলে অবশ্যই কিনবেন। তবে বুঝে শুনে কেনাটাও জরুরি। কারণ, এত দাম দিয়ে যখন সংসারের সমৃদ্ধির জন্য মূল্যবান ধাতু কিনবেন, খাঁটি জিনিসটাই তো চাইবেন তাই না! সুতরাং সোনা কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন।
সোনা কেনার হলে হলমার্কযুক্ত সোনাই কিনবেন। ১৮ ক্যারট, ২২ ক্যারট, ২৪ ক্যারটের সোনা পাওয়া যায়। সস্তা হবে ভেবে ১৮ কিংবা ২২ ক্যারটের সোনা ভুলেও কিনবেন না। জেনে রাখা ভালো, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের হিসেবে ২৪ ক্যারটের হলমার্ক দেখেই তা কিনবেন।

সোনার গয়না কেনার সময় দরদাম করাটা খুবই প্রয়োজন। ঝাঁ চকচকে দোকানে দরদাম করাটা ঠিক নয়, এটা ভাবলে কিন্তু ভুল করবেন। সোনার দামের ক্ষেত্রে কিন্তু মেকিং চার্জও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি কিছুটাও কমাতে পারেন, লাভবান হবেন আপনিই।
আরও পড়ুন:

স্মার্টফোন, ই-মেল, ফেসবুক, ব্যাঙ্কের পাসওয়ার্ড মনে থাকে না? চিন্তা নেই এবার মুখ দেখালেই খুলবে, জানিয়ে দিল গুগল

ডিম খেতে ভালোবাসেন? তাহলে এই সব উপায়ে রান্না করুন, মিলবে সবটুকু পুষ্টিগুণ!

কোনও দোকানে ঢুকেই চট করে সোনা কিনে ফেলবেন না। কয়েকটি জায়গায় ঘুরে আগে দামের পার্থক্যটা বুঝে নেবেন। তারপরই কম দামে ভালো সোনা বেছে কিনে ফেলবেন।

কোনও দোকান থেকে সোনা কিনলে ইনভয়েস অবশ্যই নেবেন। পরবর্তীকালে যদি আপনি সেই সোনা বিক্রি করে লাভ পেতে চান। কর হিসেব করতে সুবিধা হবে। আয়করের ক্ষেত্রেও বিল বা ইনভয়েস থাকা জরুরি।

সোনা কেনার আগে তার ওজন অবশ্যই দেখে নেবেন। এখন ডিজিটালের যুগ। তেমন মাপার যন্ত্রও রয়েছে। তবে আপনি নিজের চোখে সমস্ত কিছু দেখে নেবেন।

Skip to content