শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


পূর্বা, কৃতি এবং উর্বি—তিন তরুণীই গুজরাতের ভাবনগরের বাসিন্দা। এঁদের মধ্যে কৃতি এবং উর্বি দুই তুতো বোন। উর্বি একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। উর্বির সহপাঠী পূর্বা। গত ১৪ অক্টোবর তাঁরা উত্তরাখণ্ডে ঘুরতে যান। দুর্ঘটনার দিন অর্থাৎ সোমবার সকাল ৯টা নাগাদ কেদারনাথ মন্দিরের সামনে নিজস্বী তোলা এই তিন তরুণীই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন। জীবনের শেষ নিজস্বী পূর্বা নেট মাধ্যমে শেয়ারও করেছিলেন। সেই নিজস্বী এখন নেট মাধ্যমে ভাইরাল।
পূর্বার এক আত্মীয় জানান, “ও ভিডিয়ো কলে আমাদের কেদারনাথ মন্দির দেখাচ্ছিল। ও খুব হাসি খুশি ছিল। পূর্বা যে নিজস্বী তুলেছিল সেটি ও ফেসবুকে পোস্টও করেছিল। কিন্তু ওর এই পরিণতি হবে ভাবতেও পারছি না।”
পূর্বার কাকা মলয় রামানুজের কথায়, পূর্বার কিছু দিনের মধ্যে কানাডা উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কানাডা যাওয়ার আগে ও কেদারনাথ যাওয়ার কথা জানায়। দুর্ঘটনার দিন সকাল ১১টা ৩৫ নাগাদ পূর্বা তাঁর ভাইকে ফোনে জানান বুধবার বাড়িতে ফিরবেন। ভাবতেও পারছি যে, ওকে এ ভাবে কফিনবন্দি হয়ে ফিরতে হবে।
পূর্বা, কৃতি এবং উর্বি—তিন জনই কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার জন্য নির্ধারিত হেলিকপ্টারে উঠেছিলেন। হেলিকপ্টারটি ছাড়ে সকাল ১১টা ৩৪ মিনিটে। সেটি নির্দিষ্ট সময়ে ছাড়ার দু’মিনিট পরই হুড়মুড়িয়ে একটি দুর্গম খাদে ভেঙে পড়ে। আকুস্থলেই মৃত্যু হয় পূর্বা, কৃতি এবং উর্বির, এক পাইলট এবং আরও তিন জন পুণ্যার্থীর।
আরও পড়ুন:

কেদারনাথের পথে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুণ্যার্থী-সহ হেলিকপ্টার, দুই পাইলট-সহ মৃত অন্তত ছয়

রাজ্যে কালীপুজোয় ঘূর্ণিঝড়ের আশঙ্কা! আন্দামান সাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ, জানিয়ে দিল হাওয়া অফিস

কৃতি ভাবনগরের একটি স্কুলের শিক্ষকতা ছিলেন। তাঁর পরিবারের কথায়, দুই বোন জন্মদিন উপলক্ষে উত্তরাখণ্ডে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিল। ১৮ অক্টোবর ছিল কৃতির জন্মদিন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই দিনই দুর্ঘটনাটি ঘটে।
কৃতির বাবা কমলেশ বারাদ জানান, “আমাদের একমাত্র সন্তান কৃতি জন্মদিন ছিল মঙ্গলবার। ১৮ অক্টোবর সোমবার সকাল ৯টা নাগাদ ওকে ভিডিয়ো কলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলাম। ও ভিডিয়ো কলে কেদারনাথ মন্দির দেখিয়েছিল। তবে ওর হাতে সময় না থাকায় বেশিক্ষণ কথা হয়নি।”

Skip to content