
ছবি প্রতীকী
কিছু সম্পর্ক একটু বেশি স্পর্শকাতর হয়। তাতে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনই সম্পর্কগুলির মধ্যে অন্যতম হল শাশুড়ি ও বউমার মধ্যে সম্পর্ক। ‘মা’ ও ‘মায়ের মতো’, এই দুই শব্দের ভারসাম্য একটু বিগড়ে গেলেই সংসারে অশান্তি নিশ্চিত। কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান কীভাবে বজায় রাখা যায়? এই বিষয়গুলি মেনে চললে শাশুড়ি ও বউমার সম্পর্কে মাধুর্য থাকবে। অভিজ্ঞ এক বাস্তু বিশেষজ্ঞের কথা অনুযায়ী —
● বউমার জন্ম কুষ্ঠির অষ্টম ও দশম স্থানের গ্রহাধিপতিকে উৎসর্গ করে সেই দেবতার বীজমন্ত্র জপ করা উচিত শাশুড়ি মায়ের।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?
