শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

গাছ যে ঘরে শুধু সবুজের স্নিগ্ধতা আনে তা-ই নয়, পাশাপাশি গাছ ঘরের ভেতর অক্সিজেন সরবরাহ করে, ঘরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। তাই বাইরে তো বটেই, ঘরেও বেশি করে গাছ লাগান।

কেমন গাছ দিয়ে ঘর সাজাবেন? পাতা মোটা ও ছোট, এমন গাছ ঘরের ভেতর খুব ভালো থাকে। গাছ কেনার আগে ভালো করে জেনে নিন গাছটি ঘরের ভেতর রাখার উপযোগী কি না। মানিপ্ল্যান্ট, ফিলোডেনড্রন, পাম, ড্রেসিনা, পাতাবাহার—এসব গাছ ইনডোরে রাখার উপযোগী।
বিভিন্ন আকৃতির মাটির টব, গাছের ডাল ও পাতায় মোড়ানো টব, দড়ির টবে লাগাতে পারেন এসব গাছ। এতে পাথর, কলসি ও কৃত্রিম ফুলও ব্যবহার করতে পারেন।

ঘরের গাছগুলোকে ভালো রাখার জন্য সপ্তাহে অন্তত এক দিন রোদে দিন। গাছগুলোকে কখনওই কড়া রোদে রাখবেন না।
আরও পড়ুন:

ছত্রাক পড়েছে কাঠের আসবাবে? সহজ সমাধানে রইল ৮ উপায়

বাস্তুবিজ্ঞান, পর্ব-১১: এমন জমিতে বাস করা স্বাস্থ্যকর যার ঢাল উত্তর ও পূর্ব দিকে, আর পূর্ব ও উত্তর দিক উন্মুক্ত থাকবে

গাছে জল দেওয়ার সময় খেয়াল রাখবেন, গোড়ায় যেন একসঙ্গে বেশি জল না জমে। বিশেষ করে ইনডোর প্লান্টসের মাটি শুকিয়ে এলে তবেই গাছে জল দিন। রোদে কখনওই গাছে জল দেবেন না। আপনার ঘর যদি শীতাতপ নিয়ন্ত্রিত হয়, তবে ঘরে জলের গাছ (ড্রেসিনা, মানিপ্ল্যান্ট), পাম ছাড়া অন্য কোনও গাছ না রাখাই ভালো।

পোকামাকড়ের উপদ্রব দূর করার জন্য ইনডোর প্ল্যান্টসে মাসে একবার কীটনাশক স্প্রে করুন।

গাছে ধুল জমলে তুলি বা ব্রাশ দিয়ে পরিষ্কার করুন।

Skip to content