ছবি প্রতীকী
শুরু করছি কয়েকটি বাক্য দিয়ে।
ওপরের চারটি বাক্যে The cat আর the table হল দুটো Noun যাদের মধ্যেকার অবস্থানগত সম্পর্ক বোঝাচ্ছে on, under, behind এবং in front of; আর এদেরকেই বলে PREPOSITION।
তাহলে preposition-এর মূল কাজ হল দুটো Noun এর মধ্যেকার অবস্থানগত সম্পর্ক বোঝানো এবং এই দুটো noun-এর একটার আগে বসা। Preposition (pre + position) সবসময় Nounএর আগে বসে, অর্থাৎ preposition এর পরে সবসময় noun বসে এবং সেই noun-কে ওই preposition এর object বলা হয়।
এবারে কিছু অতি ব্যবহৃত preposition এর নাম বলি।
এবারে আলোচনা করবো PREPOSITION OF TIME নিয়ে।
in, on এবং at অনেক ক্ষেত্রেই এই তিনটি preposition-এর ভুল প্রয়োগ দেখা যায়। এসো দেখে নিই এদের সঠিক প্রয়োগ।
ইংলিশ টিংলিশ: One word expressions কী? জেনে নিন একঝলকে
প্রথমেই বলি In এর কথা।
এছাড়া কয়েক ঘণ্টা, দিন, বা সপ্তাহ বা মাস বা বছরের মধ্যে বোঝাতেও in ব্যবহার করা হয়, যেমন—
এবারে আসি On এর কথায়
নির্দিষ্ট দিনের আগে on বসে
এবারে বলবো At এর কথা
এছাড়া at এর আরও কিছু উদাহরণ হল
Preposition সম্পর্কে একটি সহজ ধারনা দেওয়ার চেষ্টা করলাম। লেখার সঙ্গে যে
পরের ক্লাসে আরও কিছু উদাহরণ দেবো।