বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

 

শুরু করছি কয়েকটি বাক্য দিয়ে।

The cat is on the table.
The cat is under the table.
The cat is behind the table.
The cat is in front of the table.

ওপরের চারটি বাক্যে The cat আর the table হল দুটো Noun যাদের মধ্যেকার অবস্থানগত সম্পর্ক বোঝাচ্ছে on, under, behind এবং in front of; আর এদেরকেই বলে PREPOSITION।

তাহলে preposition-এর মূল কাজ হল দুটো Noun এর মধ্যেকার অবস্থানগত সম্পর্ক বোঝানো এবং এই দুটো noun-এর একটার আগে বসা। Preposition (pre + position) সবসময় Nounএর আগে বসে, অর্থাৎ preposition এর পরে সবসময় noun বসে এবং সেই noun-কে ওই preposition এর object বলা হয়।

 

এবারে কিছু অতি ব্যবহৃত preposition এর নাম বলি।

on – ওপরে
under – নীচে
by – পাশে
beside – পাশে
above – ওপরে
beneath – তলায়
from – থেকে
for – জন্য
of – এর, কারও, কিছুর
at – নির্দিষ্ট স্থান এবং সময় বোঝাতে
in – মধ্যে, ভিতরে
into – বাইরে থেকে ভিতরে আসা
between – মধ্যে
to – প্রতি, থেকে
 

এবারে আলোচনা করবো PREPOSITION OF TIME নিয়ে।

in, on এবং at অনেক ক্ষেত্রেই এই তিনটি preposition-এর ভুল প্রয়োগ দেখা যায়। এসো দেখে নিই এদের সঠিক প্রয়োগ।

আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: One word expressions কী? জেনে নিন একঝলকে

 

প্রথমেই বলি In এর কথা।

নির্দিষ্ট মাসের আগে in বসে
Gandhiji was born in October.
নির্দিষ্ট বছরের আগে in বসে
India became independent in 1947.
নির্দিষ্ট ঋতুর আগে in বসে
Durga Puja is celebrated in autumn.
 

এছাড়া কয়েক ঘণ্টা, দিন, বা সপ্তাহ বা মাস বা বছরের মধ্যে বোঝাতেও in ব্যবহার করা হয়, যেমন—

in a few hours
in a few days
in a few weeks
in a few months
in a few years
 

এবারে আসি On এর কথায়

নির্দিষ্ট তারিখের আগে on বসে
Netaji was born on 23rd January.

 

নির্দিষ্ট দিনের আগে on বসে

He will be returning on Monday.
We are throwing a surprise party on his birthday.
They are coming home on their parent’s wedding anniversary.
 

এবারে বলবো At এর কথা

নির্দিষ্ট সময় আগে at বসে
Our school starts at 10.45 a.m.
 

এছাড়া at এর আরও কিছু উদাহরণ হল

at the same time (একই মুহূর্তে)
at this moment (এই মুহূর্তে)
at the last moment (একেবারে শেষ মুহুর্তে)

Preposition সম্পর্কে একটি সহজ ধারনা দেওয়ার চেষ্টা করলাম। লেখার সঙ্গে যে YouTube video লিঙ্কটি দেওয়া আছে তাতে দিনের কোন সময়ের আগে কোন preposition বসবে, তার একটা উদাহরণ দিয়েছি। Video linkটাও দেখো সবাই।
পরের ক্লাসে আরও কিছু উদাহরণ দেবো।


Skip to content