শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

উত্তরাখণ্ডে ব্যাপক তুষারধসে বেশ কয়েক জন পর্বতারোহী আটকে পড়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল নাগাদ। খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমেছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এনডিআরএফ। আশঙ্কা করা হচ্ছে, বেশ কয়েকজন পর্বতারোহীর মৃত্যু হয়েছে।
উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে গঢ়ওয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা’ শিখরের কাছাকাছি। ২৯ জন পর্বতারোহী তুষারধসে আটকে পড়েছেন বলেই খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত মোট আট জন পর্বতারোহীকে উদ্ধার করেছে বায়ুসেনার হেলিকপ্টার। আটকে পড়া পর্বতারোহীরা উত্তরাখণ্ডের উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর শিক্ষার্থী বলে জানা গিয়েছে। সূত্রের খবর, অন্তত চার জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:

অস্ট্রিয়ার ক্রিস্টাল দুনিয়া— সোয়ার্ভস্কি

উত্তর থেকে মধ্য যানজটে আটকে কলকাতা, কোথায় কেমন পরিস্থিতি জেনে নিন এক ঝলকে

এ প্রসঙ্গে উত্তরাখণ্ড পুলিশের ডিজি অশোক কুমার জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে। খবর পাওয়া যায়, প্রায় ১৬ হাজার ফুট উচ্চতার ব্যাপক তুষারধস নামে। কিছুক্ষণের মধ্যেই বায়ুসেনার কপ্টার ঘটনাস্থলে পৌঁছয়। ডিজি এও জানান, ‘‘এখন পর্যন্ত মোট আটজনকে উদ্ধার করা হয়েছে। ওই আটজনকে ১৩ হাজার ফুট উচ্চতায় হেলিপ্যাডে নামিয়ে দেহরাদূনে নিয়ে আসা হয়েছে। বাকিদের খোঁজে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।’’

Skip to content