বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরন কিছু পরিবর্তন আনা হচ্ছে। এ বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজ্যের সব স্কুলকে নোটিস দিয়ে জানিয়ে দিয়েছে। পুরনো নিয়মে প্রশ্নপত্রের ‘পার্ট-এ’-এর প্রশ্নের উত্তর লেখার জন্য ছাত্রছাত্রীদের আলাদা খাতা পেত। ‘পার্ট-বি’ থাকে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। ‘পার্ট-বি’-তে প্রশ্নপত্রের মধ্যে উত্তর লিখতে হতো। পরীক্ষা শেষে দুটি উত্তরপত্র একসঙ্গে জমা দিতে হতো ছাত্রছাত্রীদের। এই পদ্ধতিতে এবার বদল আসছে।
নতুন নিয়মে একটাই প্রশ্নপত্র থাকবে। তার মধ্যে ‘অবজেক্টিভ’ এবং ‘সাবজেক্টিভ’ দুটিরই প্রশ্ন সাজানো থাকবে। ‘অবজেক্টিভ’ এবং ‘সাবজেক্টিভ’ দুটিরই ক্ষেত্রে প্রশ্নের উত্তর আলাদা আলাদা খাতায় ছাত্রছাত্রীদের লিখতে হবে। এ নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ছাত্রছাত্রী, শিক্ষক ও পরীক্ষকদের মতামত এবং পরামর্শকে গুরুত্ব দিয়েই এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:

ত্বকের পরিচর্যায়: ফর্সা হওয়ার দৌড়ে না গিয়ে স্বাভাবিক রং নিয়েই সুন্দর ও সুরক্ষিত থাকুন, জানুন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ

শুধু নারীরাই কেন, সঠিক ত্বকের যত্ন প্রয়োজন পুরুষদেরও, রইল পরামর্শ

বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন নির্দেশিকাকে শিক্ষা মহলের বড় স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেছেন, আগের প্রশ্নপত্রে বেশ ‘জটিলতা’ ছিল। এ বার অনেকটা সহজ সরল হবে বলে মনে করা হচ্ছে।

Skip to content