বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪


‘ব্রহ্মাস্ত্র’ রিলিজের পর পরই শুরু হয়ে গিয়েছে এই ছবির দ্বিতীয় পর্বের আলোচনা। শুরু হয়েছে নানা ধরনের জল্পনা। এই ছবির হাত ধরে অনেকদিন পর খরা কাটিয়ে উঠেছে বলিউডের ছবি। ইতিমধ্যেই বক্স অফিসে কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছে আলিয়া ভাট এবং রণবীর কাপুর অভিনীত এই ছবি। এর মধ্যেই শোনা যাচ্ছে এই সিনেমার ‘পার্ট-টু’ আসতে চলেছে। আপাতত এই ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় পর্ব নিয়ে পরিকল্পনা চলছে। যেটি হতে চলেছে শিবা অর্থাৎ রণবীরের বাবা-মায়ের গল্প নিয়ে। জানা গিয়েছে, ২০২৫ সালে মুক্তি পাবে এই ছবি।
‘ব্রহ্মাস্ত্র পার্ট-২’-তে মুখ্যচরিত্রে কাকে দেখা যাবে? গুঞ্জন, মুখ্য চরিত্রে দেখা যেতে পারে হৃতিক রোশনকে। শোনা যাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-তে দেবের চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। সোজাসুজি এ ব্যাপারে মুখ না খুললেও তেমনই গুঞ্জন। এই প্রসঙ্গে হৃতিক বলেন, ‘কী ঘটছে? কিছুই তো ঘটছে না। ফাইটারের শ্যুট শুরু হবে। যে ছবিগুলি নিয়ে কথা হচ্ছে হয়তো সেগুলিও হতে পারে।’
আরও পড়ুন:

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি শুরু কয়েক ঘণ্টার মধ্যে! পুজোয় আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দিল হাওয়া অফিস

পর্ব ৩২: প্রভুর অমৃতোপম কথা মন্ত্রমুগ্ধের মতো শুনল রজনী, এমন দরদভরা কথা আজ পর্যন্ত শোনেনি সে…

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র পার্ট-১’ ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। পুরাণ এবং ফ্যান্টাসিকে মিলিয়ে গল্প বুনেছেন অয়ন। এই ছবির কেন্দ্রে রয়েছে শিবা, যে অতিপ্রাকৃত শক্তির অধিকারী। শিবার চরিত্রে দেখা গিয়েছে রণবীরকে। তাঁর প্রেমিকা ঈশার চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। ছবির দ্বিতীয় পর্বে গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবেন শিবার বাবা-মা দেব ও অমৃতা। কিন্তু এই দুই চরিত্রে কাকে দেখা যাবে তাই নিয়ে এখনো ধোঁয়াশা রেখেছেন ব্রহ্মাস্ত্র টিম। তবে শোনা যাচ্ছে অমৃতার চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন। এই প্রসঙ্গে আলিয়া বলেন, ‘ছবিতে কে কে হবেন দেব ও অমৃতা, তা শুধু ছবির কোর টিমই জানে।
ইতিমধ্যে ‘ফাইটার’ ছবিতে হৃতিকের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। অনিল কাপুরও অভিনয় করবেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে। আপাতত ‘বিক্রম ভেদা’র প্রচার নিয়ে তিনি ব্যস্ত। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এই অ্যাকশন-থ্রিলারটি।

Skip to content