নিজেই সেজেছি।
একেবারে দোরগোড়ায় দুর্গাপুজো। সর্বত্র সাজো সাজো রব। নতুন জামা কাপড়ের সঙ্গে সঙ্গে মুখে মেকআপ করতেই হবে। একটু সময় সুযোগ পেয়েই মায়ের সাজুগুজুর জিনিসপত্র নিয়ে নেট মাধ্যমের নানারকম শেখানো ‘বিশেষ’ মেকআপ করে ফেলল সে। খুশিতে বাড়ির সবার কাছে দুর্গাপুজোর ট্রায়াল মেকাআপ নিয়ে হাজির।
ছোট্ট মেয়েটা জানেই না কীভাবে আইশ্যাডো ব্লেন্ড করতে হয় আর তৈরি করতে হয় লিপ লাইন। মায়ের ড্রেসিং টেবিলে নানা রঙের নেলপলিশ দেখে লাগিয়ে ফেলল এক একটা আঙুলে এক এক রকম। যাইহোক বাচ্চা মানেই নানান আবদার আর বায়না। যা যা মা ব্যবহার করেছেন সবই তাকে ব্যবহার করতে দিতে হবে।
অবশেষে তার চাহিদা অনুযায়ী মা শুরু করলেন তাকে সাজানো। সুন্দর চুলটা ভালোভাবে ব্রাশ করে পিছনে পিন করে দিল যাতে চুলগুলো চোখে মুখে না পড়ে। কারণ চোখের উপর চুল পড়লে সেটা চোখের পক্ষে ক্ষতিকর হতে পারে।
সকাল থেকে আকাশের মুখ ভার, কলকাতায় দফায় দফায় বৃষ্টি, শনিবার দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস
মাস্কারা লাগিয়েও কাজের কাজ হচ্ছে না? তাহলে চোখের পাতা ঘন করতে ঘরোয়া উপায়ে এগুলি করতে পারেন
ছোটদের যত্নে: সন্তান জ্বরে ভুগছে? কী ভাবে সামলাবেন? রইল ঘরোয়া চিকিৎসার খুঁটিনাটি
ইংলিশ টিংলিশ: ‘হাসি’ মানে শুধুই ‘Laugh’ বা ‘কান্না’ মানে শুধুই ‘Cry’ নয় — শিখে নাও আরও নতুন শব্দ!
মায়ের সাজানো।
বিশেষ সাবধানতা
সব ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
লেখিকা শাকম্ভরী বডি অ্যান্ড বিউটি ক্লিনিক-এর প্রধান, যোগাযোগ : ঠিকানা: ২০৩, এপিসি রোড, শ্যামবাজার ফাইভ পয়েন্ট, কলকাতা-৪, মোবাইল: ৯১৬৩৪-১৪৪৪৩, হোয়াটসঅ্যাপ: ৭০০৩৮৯৩৮৮৩