সোমবার ২০ জানুয়ারি, ২০২৫


ফ্যাশনের জোয়ার কোন দিকে যাবে, কখন যাবে, কীভাবে যাবে তা আন্দাজ করা শক্ত। এখন চলছে বিদেশি গাউনের ভারতীয় কাটছাঁট। ৪২ বছরের লম্বা কর্ম জীবনে নতুন বলে কিছু দেখিনি অর্থাৎ সেই ছোটবেলা থেকে যা কিছু পোশাক আশাক দেখেছি তারই রকম ফের পাল্টা বিস্তার করেই তৈরি হয়ে চলেছে নতুন নতুন ড্রেসের ফ্যাশন। কলকাতায় জন্ম, অস্ট্রেলিয়ার চাকরি, বিয়ের পর এখন ঠিকানা আমেরিকা।

প্রিয়াঙ্কা গঙ্গোপাধ্যায় হালদার। বাবা-মায়ের শিক্ষায় দেশি বা বিদেশি আদব-কায়দা থেকে সাজগোজ শিক্ষা-দীক্ষা সবটাই নজর কাড়া। যেকোনও পোশাকে অভ্যস্ত তো বটেই, সচ্ছন্দেও সবার নজর কেড়ে নেয়। ‘গাউন’ ব্যাপারটা কিন্তু অনেক বড়সড়। এটা একটা বড় বিষয়। আলাদা আলাদা নাম। নানান রকম কাট, কোথাও পুরো সাদা, কোথাও আবার রঙিন। কোথায় কোন গাউনটা পরতে হবে, সেটাও জানা জরুরি। কিন্তু আমরা সেটাকে নিজেদের মতো করে গড়পড়টা একটা তৈরি করে নিয়েছি।
আরও পড়ুন:

ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-১ : তার সৌন্দর্যের কথা আগেই শুনেছিলাম, এবার তাকে চাক্ষুষ করলাম

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-২৯: জীবন-জীবিকায় পুণ্যসলিলা গঙ্গা, হারিয়ে যাওয়া নদীয়ালি মাছের অস্তিত্ব রক্ষায় উদ্যোগ নিতে হবে আমাদেরই

শাশ্বতী রামায়ণী, পর্ব ১৫: হৃদয়ে হৃদয় মিলল মিথিলা অযোধ্যার

প্রিয়াঙ্কার চেহারাটা বেশ সুন্দর। মুখের গড়ন, চোখ ও ঠোঁট আকর্ষণীয়। চুলও খুব ভালো। তবে কতদিন তা ভালো থাকবে সেটা ওই বলতে পারবে। নানান ফ্যাশন করতে গিয়ে চুলটা পুরোপুরি ‘কেমিকেল ট্রিটেড’। এর জন্য সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটি হল, ‘পোস্ট কেয়ার’। অর্থাৎ কেমিকেল ব্যবহৃত চুলের স্বাস্থ্য রক্ষার জন্য উপযুক্ত যত্ন প্রয়োজন। মানে ‘হেয়ার কেয়ার’। চলতি বাংলায় হুহু করে উড়ছে যে শব্দ তা হল ‘হেয়ার স্পা’।

এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই মেকআপ করা মানেই হল নিজের গায়ের রঙের উপর আরও একটা টোন কি করে বাড়ানো যায়। বেমানান আইব্রাউ। চোখ দুটো রঙের গুদাম। গালে লালের উপস্থিতি থাকতেই হবে।

সব মিলিয়ে মনে হয় রং কোম্পানির বিজ্ঞাপন।

আদতে কি তাই!!

যাঁদের সামনে রেখে ৯০ ভাগ মানুষ ফ্যাশন করেন, যেমন— তারকারা মূলত সিনেমা জগতের নক্ষত্র যাঁরা, তাঁদের বিয়ের ছবি থেকে সিনেমার মেকআপ একেবারেই স্বাভাবিক চেহারার মতোই। সেখানে কোনও কিছুর আধিক্যই ধরা পড়ে না।
আরও পড়ুন:

ক্যানসারকে হারিয়ে, কেবল মনের জোরেই আজ ‘জেট সেট গো’-এর মালকিন ৩২-র কণিকা

শিশুকে নিয়ে বেড়াতে যাচ্ছেন? কোন কোন বিষয়ে সতর্কতা প্রয়োজন? কী কী ওষুধ সঙ্গে রাখবেন? রইল পরামর্শ

আজ একটু ভিন্ন স্বাদের রান্না করতে চান? তাহলে ঝটপট বানিয়ে ফেলুন বিলেতি ধনেপাতা দিয়ে ভোলা মাছ

প্রিয়াঙ্কার সাজে এটা প্রমাণিত। চুলটা খোলা আর লিপস্টিক ছাড়া কিচ্ছু ব্যবহার করা হয়নি। কিছু জিনিস মনে রাখতে হবে।

এই ধরনের শর্ট-গাউন পরার জন্য পায়ের গঠন মানানসই হওয়া জরুরি।

হাত পায়ের থেকে শরীরের খোলা অংশে লোম থাকলে ওয়াক্সিন করতে করতে হবে। তা না হলে দৃষ্টিকটু লাগে।

প্রথম এবং শেষ কথা হল পেটের গঠন। রোগা, মাঝারি, মোটা যেমনই চেহারাই হোক না কেন, তীক্ষ্ণ নজরে রাখতে হবে ‘বডি লাইন’ থেকে ‘পেট’ যেন বাইরে বেরিয়ে না যায়।
সেক্ষেত্রে এমন পোশাক তো বটেই, অন্য অনেক রকম পোশাক আছে যা একেবারেই পড়া উচিত নয়।

হাল-ফ্যাশনের যুগে গাউন ‘কাস্টমাইজ’ হওয়াই ভালো। খরচ বেশি হয় অনেক কিন্তু বিরিয়ানি খাব তাতে ঘি স্যাফরান দেবো না তাহলে আর যাই হোক সেটা বিরিয়ানি নয়।
আমি মেকআপ আর্টিস্ট নই, মেকআপ ডিজাইনার। কী, কোথায়, কাকে, কোন অনুষ্ঠান, দিন বা রাত,
হাজার প্রশ্নের উত্তর এক জায়গায় করে একটা সম্পূর্ণ মেকআপের ডিজাইন করি। ঠিক যেভাবে
আগে থেকে ডিজাইন তৈরি করে নেওয়া হয় কীভাবে তৈরি হবে মা দুর্গার প্রতিমা বা সাধের বাড়ি-ফ্ল্যাট। তারপর শুরু হয় কাজ। এটাই আমার বিশেষত্ব। সব মেকআপ অত্যন্ত ‘ন্যাচারাল লুক’, যার সঙ্গে বাস্তবতা আছে।

সব ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

লেখিকা শাকম্ভরী বডি অ্যান্ড বিউটি ক্লিনিক-এর প্রধান, যোগাযোগ : ঠিকানা: ২০৩, এপিসি রোড, শ্যামবাজার ফাইভ পয়েন্ট, কলকাতা-৪, মোবাইল: ৯১৬৩৪-১৪৪৪৩, হোয়াটসঅ্যাপ: ৭০০৩৮৯৩৮৮৩

Skip to content