মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪


দেবাঙ্কিতা বেরা

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হল দেবাঙ্কিতা বেরার। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা (নিট)-য় দেশে ২২তম স্থান দখল করেছেন দেবাঙ্কিতা। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ছাত্রী দেবাঙ্কিতা রাজ্যে তৃতীয় হয়েছেন।
বাংলা মাধ্যমে পড়াশোনা করা দেবাঙ্কিতা তাঁর জানিয়েছনে, ‘‘আমি চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতাম। সেই মতো প্রস্তুতি নিয়েছিলাম। পরীক্ষার ফলাফলের চিন্তা করিনি। এই ফলাফলে আমি খুশি। ফলের আশা না করেই বরাবর প্রস্তুতি নিই। এ বার চিকিৎসক হয়ে মানুষের সেবা করব।’’
দেবাঙ্কিতার বাবা-মা দু’জনেই শিক্ষক। বাবা অঙ্কের শিক্ষক, মা বাংলার শিক্ষিকা। দেবাঙ্কিতার বাবা দেবাশিস বেরার জানান, ‘‘মেয়ে রাজ্যে তৃতীয় হওয়ায় অনেকেই শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন। দেবাঙ্কিতা দিল্লি এমসে পড়াশোনা করবে। ও একজন ভালো চিকিৎসক হোক এটাই চাই।’’
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ : APOSTROPHE-এর সঠিক ব্যবহার, Happy Teacher’s Day, নাকি Happy Teachers’ Day?

শুধু ওজন নিয়ন্ত্রণই নয়, নিয়মিত ওটস মাখলে চটজলদি ত্বকের জেল্লাও বাড়ে

দেবাঙ্কিতা মহিষাদল গয়েশ্বরী গার্লস হাইস্কুল থেকে ২০২০ সালে মাধ্যমিক পাশ করেছেন। রাজ্যে মাধ্যমিকে সেরা একাদশেও তাঁর নাম ছিল। একই স্কুল থেকে তিনি ২০২২ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন। উচ্চমাধ্যমিক সেরা সেরা ১২ জনের মধ্যে ছিলেন তিনি। স্বপ্ন পূরণে দেবাঙ্কিতা মাধ্যমিকের পর থেকেই মেডিক্যাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

Skip to content