মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪


মঙ্গলবার নিয়োগের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে নার্সদের এক বিক্ষোভ কর্মসূচি ছিল। এই কর্মসূচির অংশ নিতে নার্সরা এখানে ধীরে ধীরে জড়ো হয়েছিলেন। যদিও পুলিশ বিক্ষোভ শুরু হওয়ার তাঁদের সরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল স্বাস্থ্য ভবনের সামনে। ছিল র্যা ফও। একে একে নার্সরা জড়ো হওয়ার পর পুলিশ তাঁদের গাড়িতে তুলে দেন। বিক্ষোভকারী নার্সদের অভিযোগ, শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা সত্ত্বেও জোর করে তাঁদের পুলিশের গাড়িতে তোলা হয়।
আরও পড়ুন:

শরীরচর্চার আগে নিয়মিত চা-কফি খান? এর ফলে শরীরে কি হচ্ছে জানেন?

গরম থেকে মিলবে রেহাই? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

উল্লেখ্য, স্বাস্থ্য ভবনের সমানে গত মে মাসেও নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন নার্সরা। সে সময় নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেদিনের ওই ঘটনায় এক জন নার্স অসুস্থও হয়ে পড়েন। বিক্ষোভ চলাকালীন নার্সরা স্বাস্থ্য ভবনে ঢুকে পড়েছিলেন। বিক্ষোভকারীরা নার্সদের অভিযোগ ছিল, স্বাস্থ্য ভবন প্রায় তিন হাজার নার্স নিয়োগের যে মেধাতালিকা প্রকাশ করেছিল তা নিয়ম মেনে হয়নি। মেধাতালিকায় নাম রয়েছে কিন্তু তাঁদের কাউন্সেলিংয়ে ডাকা হয়নি এমন ঘটনাও ঘটেছে।

Skip to content