বুধবার গণেশ চতুর্থী। গণেশপুজো মানেই মহারাষ্ট্র। কলকাতায় যেমন দেবী দুর্গার আগমনের প্রস্তুতি শুরু হয়ে যায় মা আসার বহু দিন আগে থেকেই, মহারাষ্ট্রেও অনেকটা তেমনই ছবি চিরাচরিত। বলি তারকা থেকে সাধারণ মানুষ— প্রত্যেকের বাড়িতেই গণপতি ‘বাপ্পা’র আগমনের আনন্দে মশগুল আপামর জনতা। তবে অন্য বছরের তুলনায় এ বছর মহারাষ্ট্রে ‘বাপ্পা’ এলেন একটু অন্য স্টাইলে।
এ বার ‘পুষ্পারাজ’-এর জ্বরে প্রায় গোটা দেশের মানুষ জর্জরিত। আট থেকে আশি— সব মানুষের মতো ‘বাপ্পা’র আগমনও ঘটল সেই পুষ্পারাজের স্টাইলেই। গণেশের চার হাতের এক হাত অল্লু অর্জুনের স্টাইলে চিবুক ছুঁয়েছে। গণেশ মূর্তির বেশভূষাও যেন অবিকল পুষ্পার মতোই। হাতে-গলায় সোনার চেন, পরনে সাদা শার্ট আর প্যান্ট। যেন গণেশরূপী পুষ্পারাজ।
২০২১-এ ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই সকলের মুখে অল্লু অর্জুনের নামই ঘুরে বেড়াচ্ছে। সেই খ্যাতির ঝলকই আবারও মিলল মহারাষ্ট্রে গণেশ পুজোর প্যান্ডেলেও।
@AlluArjun Craze Hits #GaneshChaturthi2022 ?
Fans Welcoming #Ganesha as #PushpaRaj ?The Famous #Ganapati Festival Has Arrived. The Fever Of #PushpaRaj Style Was Seen Taking Over Ganpati Idols. ?#GaneshChaturthi#AlluArjun #Pushpa #PushpaTheRise #PushpaTheRule pic.twitter.com/PnWLuMJaY6
— Praveen™ (@AlluBoyPraveen) August 30, 2022
. @Alluarjun Film roles & Ganesh Idols
Never Ending Festival VIBE!! ???This time In Pushpa Raj Avatar ?#GaneshChaturthi2022 @PushpaMovie pic.twitter.com/3SUdPTADM3
— Trends Allu Arjun ™ (@TrendsAlluArjun) August 30, 2022