সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ফোনে যুবকের বন্ধুত্বের প্রস্তাব ফেরানোই কাল হল। রাগে তরুণীর বাড়িতে এসে তরুণীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিল যুবক! এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকার গ্রামে। দ্বাদশ শ্রেণির ছাত্রীর এ ভাবে মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যুবকের শাস্তির দাবিতে আন্দোলন করেছেন স্থানীয় মানুষ। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে।
যুবক ওই তরুণীর প্রতিবেশী। গত মঙ্গলবার অভিযুক্ত যুবক তরুণীকে জ্বালিয়ে দেন বলে অভিযোগ। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। দ্রুত চিকিৎসার জন্য দুমকার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাঁচীর রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতে সেখানেই দ্বাদশ শ্রেণির এই ছাত্রীর মৃত্যু হয়। ঘটনা ঘটার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করছে।
মৃত্যুর আগে ওই তরুণী বয়ান দিয়েছেন। তিনি তাঁর বয়ানে বলেছেন, ঘটনাটি দিন দশেক আগের। একটি অচেনা নম্বর থেকে ফোন করে তাঁকে বন্ধুত্বের প্রস্তাব দেয় ওই যুবকয়। তবে সেই প্রস্তাবে তিনি সাড়া দেননি। এর পর গত সোমবার ফের ফোন করে। এ বার ওই যুবক তাঁর বন্ধুত্বের প্রস্তাব না মানলে তাঁকে খুনের হুমকি দেয় যুবক। ভয়ে ঘাবড়ে গিয়ে তিনি তাঁর বাবাকে সব কথা খুলে বলেন। বাবা তরুণীকে ভরসা দিয়েছিলেন যে, পরের দিন এর বিরুদ্ধে ঠিক ব্যবস্থা নেবেন। রাতে সবাই ঘুমিয়ে পড়েন।
১৯ বছরের তরুণীর কথায় ‘‘ঘুমিয়েছিলাম। মঙ্গলবার সকালে শরীরে খুব ব্যথা শুরু হয়। চতুর্দিকে পোড়া গন্ধ পাই। দেখলাম ওই যুবক পালিয়ে গেল। আমি তখন জোরে চিৎকার শুরু করি। আমার সারা গায়ে আগুন। বাবা-মাআগুন নেভানোর চেষ্টা করেন। তার পর আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়।’’
তরুণীর পরিবারের দাবি, ওই যুবক বাড়ির জানলা দিয়ে মেয়ের ঘরে পেট্রল ছড়িয়ে আগুন লাগিয়ে দেয়। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল দুমকা এর প্রতিবাদ মিছিল শুরু করে। প্রশাসনের কাছে খুনের বিচার চেয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।


Skip to content