সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ফের ইন্ডিগো বিমানে বিপত্তি। দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে হঠাৎ করে ধোঁয়া রেরতে দেখা যায় বলে খবর। তৎক্ষণাৎ বিমানের চালকরা নিরাপদ জায়গায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সেই মতো তাঁরা কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে জরুরি অবতরণের জন্য অনুরোধ জানান। শেষ পর্যন্ত ইন্ডিগোর ৬ই-২৫১৩ বিমানটি কলকাতা বিমান বন্দরে নিরাপদেই নামে। সব যাত্রী সুরক্ষিত।
বিমানের চালকদের থেকে বিপদের বার্তা পেয়ে এটিসি কলকাতা বিমান বন্দরের দমকল বাহিনীকেও তৈরি রাখেছিল। যদিও তার আর দরকার পড়েনি। এ প্রসঙ্গে ইন্ডিগো বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘সব জরুরি প্রক্রিয়া মেনেই চালক বিমান অবতরণ করিয়েছেন। তবে আগুন লাগার যে বিপদ-বার্তা জারি করা হয়েছিল, তা ঠিক নয়। পুরো ঘটনার তদন্ত চলছে।’
বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র এক আধিকারিকের বক্তব্য, ‘বিমানের যে জায়গায় জিনিপত্র থাকে সেখানে আগুন লাগার বিপদ-বার্তা জারি হওয়ার পরে ‘মে ডে’ ঘোষণা করেন বিমান চালক। যদিও পরে সেই বিপদ-বার্তা বাতিল করা হয়। চালক নিরাপদে কলকাতায় বিমান বন্দরে বিমান অবতরণ করিয়েছেন। তবে ঘটনার পরে জানা যায় সতর্কতার বিষয়টি ভুয়ো ছিল।’

Skip to content