চুল পড়ার সমস্যা নিয়ে অনেকেই নাজেহাল। নারী-পুরুষ উভয়ই এই সমস্যায় ভুগে থাকেন। প্রতি দিন গড়ে ৫০ থেকে ১০০টি চুল এমনিতেই পড়ে। তবে অতিরিক্ত মাত্রায় চুল পড়লে সেটা কিন্তু চিন্তার বিষয় হতে পারে। নারী সৌন্দর্যের একটি অন্যতম অংশ মাথার চুল। মেয়েদের মাথার চুল পড়া একটা অনন্তকালীন সমস্যাও। মহিলাদের মধ্যে কেউ কেউ মনে করেন, শ্বশুরবাড়ি এসে চুল পড়া শুরু হয়েছে, বাবার বাড়িতে ভালো ছিলাম। আবার কলকাতার মেয়ে মালদায় বিয়ে হয়েছে, তাঁর ধারণা মালদার আসার পর থেকেই তাঁর বেশি করে চুল পড়ে যাচ্ছে। আবার মালদার মেয়ে কলকাতায় এসে তাঁর মনে হচ্ছে, মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে। এরকম একটি মজার উদাহরণ দিলাম এই কারণে যে, জায়গা না স্থান বদলের সঙ্গে চুল পড়ে যাওয়া বা পাতলা হয়ে যাওয়ার কোনও সম্পর্ক নেই। …পরামর্শে বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ নীলেন্দু শর্মা।