সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

করোনাভাইরাসের ওমিক্রন রূপের জন্য প্রতিষেধক আনছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। সেরাম ওই টিকে তৈরি করছে আমেরিকার অন্যতম টিকা প্রস্তুতকারক সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে যৌথ উদ্যোগে। এ প্রসঙ্গে সেরামের কর্ণধার আদর পুনাওয়ালা বলেন, ওমিক্রন রূপের জন্য তৈরি নতুন প্রতিষেধক ছ’য়েকের মধ্যে বাজারে চলে আসতে পারে। অন্যদিকে, আমেরিকার ওষুধ প্রস্তুতকারক সংস্থা মডার্না তাদের তৈরি টিকাকে আরও শক্তিশালী করেছে।
মডার্নার দাবি, শুধু ওমিক্রনকে নয়, করোনাভাইরাসের আগের রূপগুলিকেও রুখে দিতে সক্ষম। আমেরিকার এই সংস্থার তৈরি টিকাকে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ব্রিটেন। যদিও পুনাওয়ালা জানান, করোনাভাইরাসের ওমিক্রন রূপের জন্য তৈরি প্রতিষেধকে বুস্টার হিসাবে মনে করা উচিত। ভারতে এই প্রতিষেধক কবে পাওয়া যাবে তা নির্ভর করছে সরকারের ছাড়পত্রের তার উপর। শুধু তাই নয়, ভারতের জন্য ক্লিনিক্যাল ট্রায়াল হবে কি না, সে সম্পর্কেও কিছু জানা নেই বলে তিনি জানান।

Skip to content