মঞ্চে ভাষণ দিচ্ছিলেন বুকারজয়ী লেখক সলমন রুশদি। এমন সময় এক দুষ্কৃতী আচমকা তাঁকে ছুরি দিয়ে আক্রমণ করে। পঁচাত্তর বছর বয়সি লেখক এখন হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ঘটনাটি ঘটেছে শতকা ইনস্টিটিউশনে। আক্রমণের পরই প্রেক্ষাগৃহ খালি করে দেওয়া হয়। নিউ ইয়র্কের পুলিশ জানিয়েছে, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। মঞ্চে রুশদিকে যখন এক ব্যক্তির সঙ্গে পরিচয় করানো হচ্ছিল, তখনইওই দুষ্কৃতী আক্রমণ করে।
উল্লেখ্য, রুশদির লেখা ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইয়ের-এর জন্য ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেইনি লেখকের নামে মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন। আয়াতোল্লা মারা গেলেও সেই ‘ফতোয়া’ এখনও জারি রয়েছে। বুকারজয়ী লেখক সলমন রুশদি মাথার দাম রাখা হয়েছে প্রায় ৩০ লক্ষ ডলার। তবে এই প্রথম নয়, এর আগেও লেখকের ওপর হামলা হয়েছে।
Salmon Rushdie stabbed at Chautauqua. He’s on the stage being treated. Before his scheduled speech. pic.twitter.com/xqeM79WseB
— Mary Newsom (@marynewsom) August 12, 2022