মুখ্যমন্ত্রী নীতীশ ও তেজস্বী যাদব।
বিহারের মসনদে ফের নীতীশ কুমার। এই নিয়ে অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ। উপমুখ্যমন্ত্রী হলেন লালুপুত্র তেজস্বী যাদব। আজ বিহারের রাজভবনে তাঁরা শপথ নিলেন। শপথ নেওয়ার আগে নীতীশ কুমার আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের সঙ্গে ফোনে কথা বলেন। লালুপ্রসাদ তাঁকে জেল থেকেই শুভেচ্ছা জানিয়েছেন। তেজস্বী উপমুখ্যমন্ত্রী পদে শপথের পর নীতীশকে প্রণাম করতে এগিয়ে যান। শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, তেজস্বীর স্ত্রী রাজশ্রী এবং আরজেডি নেতা তেজপ্রতাপ প্রমুখ।
জেডিইউ প্রধান নীতীশ কুমার মঙ্গলবার বিজেপি-র সঙ্গে জোট ভেঙে দেন। গতকাল রাজভবনে ইস্তফা দিয়ে বেরিয়ে নীতীশ কুমার বলেন, ‘‘দলের সাংসদ এবং বিধায়করা এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। তাই এই সিদ্ধান্ত।’’ এর পরই আরজেডি, কংগ্রেস-সহ একাধিক দলের সঙ্গে কথা বলে মঙ্গলবারই রাজভবনে সরকার গড়ার দাবি জানান নীতীশ-তেজস্বী। তার একদিন পর বুধবারই তাঁরা শপথ নিলেন। এদিকে, মঙ্গলবারই আরজেডি টুইটারে করে জানিয়েছিল, ‘আগামীকাল রাজভবনে দুপুর ২টোয় মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।’ আরজেডি সূত্রের দাবি, এবার নতুন সরকারে জেডি(ইউ) প্রধান নীতীশ মুখ্যমন্ত্রী পদে এবং আরজেডি নেতা তেজস্বী উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। কিছু দিন পরে অন্য মন্ত্রীরা শপথ নেবেন।
Nitish Kumar takes oath as Bihar CM for 8th time, after he announced a new "grand alliance" with Tejashwi Yadav's RJD & other opposition parties pic.twitter.com/btHWJURsul
— ANI (@ANI) August 10, 2022